সুদূর ভয়ও করি ডেকেও ফিরি তুমি বলতে থাকো বেদনাময় ইচ্ছে বুকে জড়ায়ে রাখি তবু সময় দ্রুত ফুরায় আপন মনে হাঁটতে…
Browsing: মনোজিৎ মিত্র
ভস্ম মিথ্যে বড়, মহিমাময় বলো তুমি কথায় কথায় শুনতে বড় আরাম লাগে তাই শুনে যাই পরমবুদ্ধ অন্তরেতে ঘেন্না জাগে বিশুদ্ধ…
রাধারাণী নাম লিখে যায় বৃষ্টি জলে জানিনে রাতে কোথায় ছিলে চরণচিহ্ন মুছে ফেলে আমিও এবার যাবো চলে তোমার প্রেম ছলনা…
মনমোহিনী মূর্ত যে হয়, বিমূর্ত সেই বুকের ভেতর, পাশবালিশে ফকির যেজন, সেই মহারাজ আকুল হলো ভালোবেসে খর চৈত্র যেমন আত্মভোলা…
পরিচ্ছদ রাতেরও দুপুর হয়, দিন সন্ধ্যায় তোমার বুকের ভেতর লিখি ইশারায় শাড়ি তো পরলে অনেক এবার খোলো। বসনভূষণ ভারী হয়ে…
বৃন্দাবন আপনারে ঘৃণা করা যায়, আপনারে বাসা যায় ভালো অনেক বিরহের পর, এই আমার মনে হলো— প্রেম হলো মনে করা,…
মহুয়ার বনে সারা পথ মিস করি তোমারে— নিমপাতা দুলে ওঠে বাতাসে, কাঠগোলাপ খরতাপে ম্রিয়মান, ঝিঁঝি ডাকে; মধ্যদুপুর ঘুম নিয়ে আসে…
০১. হাওয়ার কলে আদম নড়ে হাওয়া নড়ে কোন কলে পুষলাম এক অচিন পাখি পিঞ্জরে॥ আমার পাখি আমার খাঁচা আমি আমি…
তথা শরীর ঠাণ্ডা শরীর মৃত, বড় একা ভেবে আমরা থামাতে পারি না মিলে যাওয়া, সঙ্গোপনে মিশি তোমার শরীরে কে জানে…
স্টেশনে বৃষ্টি বৃষ্টির রাতে তোমারে দু’চারটে কথা বলি কতদিন পর মিললো সুযোগ সামান্য ট্রেন এলো না বলে স্টেশনে, এই অবসর…