কোরিয়ার কবি সিও জিয়ং জু ১৯১৫ সালে গোচাংয়ে জন্মগ্রহণ করেন। তাঁকে আধুনিক কোরিয়ান কবিতার জনক বিবেচনা করা হয়। ৫ বার তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তিনি চোসান বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাহিত্য পড়ান। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো Unforgettable Things (১৯৮৬), Selected Poems (১৯৮৯), Midang (১৯৯৩) ও Poems of a Wanderer (১৯৯৫)। ২০০০ সালে তিনি সিউলে মৃত্যুবরণ করেন।
আত্মপ্রতিকৃতি
বাবা ছিলেন ভূমিদাশ
তিনি কখনো বাড়ি আসতেন না, এমনকি শেষরাতেও
সেখানে একমাত্র দণ্ডায়মান হলো দাদি শুকনো ও বিবর্ণ
লিক-এর মূলের মতো
এবং এক প্রস্ফুটিত খেজুর গাছ
মায়ের জন্য, মা…
তুষারাবৃত মাঠ
ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে ঠিক আছে—
তুষারফলকগুলো ঝরছে রাশি রাশি আলিঙ্গন করে
যদিও ফিজেন্ট ও কুয়েল শিশুপাখিদের শব্দ
ফিরে যাচ্ছে ওদের বাসায়।
ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে ঠিক আছে—
তুষারফলকগুলো ঝরছে তুলোর ফেঁশোর মতো আলিঙ্গন করে
যদিও গোলাপি চিবুকের তরুণ বালিকার শব্দ
ফিরে যাচ্ছে ওদের বাসায়।
এটি আলিঙ্গন করে যদিও সকল সৌভাগ্যের শব্দ ফিরে যাচ্ছে বাড়িতে
কান্না
হাসি
কারো বোঝা
এখন শক্তভাবে বৃদ্ধি পাচ্ছে।
বড়গুলোর বড় চোখের জলের চিহ্ন
ছোটগুলোর ছোট হাসির রেখা
বড় ও ছোট গল্পের শব্দগুলো
মোলায়েমভাবে কানাকানি করে বাড়ি ফিরে যাচ্ছে।
ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে ঠিক আছে—
তুষারফলকগুলো ঝরছে অবিরামভাবে আলিঙ্গন করে
যদিও বহু পর্বতের শব্দ
ব্লু পর্বতমালার বাড়ি ফিরে যাচ্ছে।
কুষ্ঠরোগী
আকাশ থেকে সূর্যালোক
পূর্ণ করছে কুষ্ঠরোগীকে বেদনায়।
সে একটি শিশুকে গোগ্রাসে গিলছে
যখন বার্লিমাঠের ওপর চন্দ্র উদিত হয়।
সারারাত সে কাঁদে—ফুলের মতো রক্তিম কান্না।
এই সুনীল দিন
এই বেপরোয়া সুনীল দিনে
চলো মিস করি, যারা আছে আকাঙ্ক্ষায়।
ওখানে যেখানে শরতের ফুল বসে
সবুজ হয়ে যায় লাল।
তুষার ঝড়ুক
ফিরে আসুক বসন্ত।
কি হবে যদি তুমি জীবিত থাকো যখন আমি মরে যাই
কি হবে যদি আমি জীবিত থাকি যখন তুমি মরে যাও?
এই বেপরোয়া সুনীল দিনে
চলো মিস করি যারা আছে আকাঙ্ক্ষায়।
চন্দ্রমল্লিকার পাশে
সম্ভবত
একটি চন্দ্রমল্লিকা ফোটাতে
প্যাঁচা অবশ্যই বসন্ত পর্যন্ত কেঁদেছে।
সম্ভবত
একটি চন্দ্রমল্লিকা ফোটাতে
বজ্র অবশ্যই অন্ধকার মেঘে কেঁদেছে।
হে চন্দ্রমল্লিকা, আমার বড়বোনের মতো দেখতে
যে তার আয়নার সামনে দাঁড়িয়ে আছে
তার অতীত যৌবনের অলিগলিতে দীর্ঘ ভ্রমণের পর
তার হৃদয় কষে আছে আকাঙ্ক্ষা আর অনুতাপে।
সম্ভবত
তোমার হলুদ পাপড়িগুলো ফোটাতে
প্রথম শিশির অবশ্যই গতরাতে ঝরেছে
ঘুমোতে পারিনি আমি।