অনুবাদ: সাফি উল্লাহ্
চায়ের দোকান। চাঅলা ও বৃদ্ধ পত্রিকাঅলা। চাঅলা হেলান দিয়ে আর বৃদ্ধ লোকটি চা হাতে দাঁড়িয়ে আছে। (নীরবতা)
পত্রিকাঅলা: এট্টু আগে ব্যস্ত ছিলাহ!
চাঅলা : অ্যাঁ
পত্রিকাঅলা: দশটায়…
চাঅলা : দশটায়?
পত্রিকাঅলা: হ, দশটায়। (নীরবতা) তহন এপাশ দিয়া যাইতেছিলাম।
চাঅলা : তাই?
পত্রিকাঅলা: দেকলাম, তহন ব্যবসা ভালোই চলতাছিল। (নীরবতা)
চাঅলা: হ। দশটার দিকে বেচাকিনা ভালোই হইছে।
পত্রিকাঅলা: হ, দেকছি। (নীরবতা) শেষ পত্রিকাডা তহনই বেঁইচালাইছি। তহন পিরায় পুনে দশটা…
চাঅলা : তখন শ্যাষটা বেঁচালাইছেন?
পত্রিকাঅলা: হ, শ্যাষেরটা জনকণ্ঠ। পুনোরো-বিশটার মতো গ্যাছে। (নীরবতা)
চাঅলা: ঐডা জনকণ্ঠ?
পত্রিকাঅলা: হ। (নীরবতা) মাজেমইদ্যে ‘যুগান্তর’-ডা শ্যাষে বিকরি হয়।
চাঅলা : অ…
পত্রিকাঅলা: বা…ইত্তেফাক
চাঅলা : কালের কণ্ঠ
পত্রিকাঅলা: হ। (নীরবতা) আজ রাইতে খালি ‘জনকণ্ঠ’-ই ছিল। (নীরবতা)
চাঅলা: ওডা গেছিল?
পত্রিকাঅলা: হ। (নীরবতা) গুলির মতো জোরে গ্যাছে। (নীরবতা)
চাঅলা : আর একটাও নাই?
পত্রিকাঅলা: নাহ। শ্যাষডা বিকরির পর আর একটাও নাই। (নীরবতা)
চাঅলা : এহানে একবার আইছিলেন, তারপরে ঐডা গ্যাছে?
পত্রিকা-অলা: হ। আমি ঐডার পরে আইছিলাম। সব গুছাইয়া…।
চাঅলা : তারপরে আর থামেন নাই?
পত্রিকাঅলা: কহন?
চাঅলা : না মানে, চা খাইয়া আর থামেন নাই?
পত্রিকাঅলা: উঁ…দশটায়?
চাঅলা : হ।
পত্রিকাঅলা: না, আমি ফারামগেট গ্যাছিলাম।
চাঅলা : না, ভাবলাম, আপনারে দেকতাছি না।
পত্রিকাঅলা: ফারামগেট যাইতে হইছিল। (নীরবতা)
চাঅলা : হু। দশটায় বিকরি হইছে। (নীরবতা)
পত্রিকাঅলা: মজিতের লগে দেহা করতে গ্যাছিলাম।
চাঅলা : কেডা?
পত্রিকাঅলা: মজিত। (নীরবতা)
চাঅলা : মজিত কেডা?
পত্রিকাঅলা: মজিত… ইত্তেফাক।
চাঅলা : ও। (নীরবতা) অরে পাইছিলেন?
পত্রিকাঅলা: না, না। অরে পাইনাই। কই আছে, সেডাই খুঁইজা পাই নাই।
চাঅলা : ইদানিং অরে ত্যামুন দেহাই যায় না। (নীরবতা)
পত্রিকাঅলা: ওরে শ্যাষ কবে দেকছিলা?
চাঅলা : আমি অনেকদিন থাইকা ওরে দেহি নাই।
পত্রিকাঅলা: আমিও। (নীরবতা)
চা-অলা: ব্যাচারা গেঁটেবাতে বহুদিন থাইকা ভুগতাছে।
পত্রিকাঅলা: গেঁটেবাত?
চাঅলা : হহ।
পত্রিকাঅলা: জীবনেও না।
চাঅলা : বেচারা ভালোই কষ্ট পাইল। (নীরবতা)
পত্রিকাঅলা: ওরে যেদিন থাইকা চিনি, সেদিন থাইকা কুনু রোগই ছিল না। (নীরবতা)
চাঅলা : আমার মুনে হয়, এলাকা ছাইড়া দিছে। (নীরবতা)
পত্রিকাঅলা: হহ। আজ রাইতে জনকণ্ঠ-ই শ্যাষে বিককিরি হইছে।
চাঅলা : সবসময়ই এডা শ্যাষে যায় না যদিও।
পত্রিকাঅলা: নাহ। না। বলছি, মাজেমইদ্যে জনক্ণ্ঠটাই যায়। অন্যসুমায় অন্যগুলার মইদ্যে যে কুনু একটা। শ্যাষটা হাতে পাওয়ার আগে কইতে পারবা না। যহন শ্যাষটা হাতে পাবা, খালি তহনই কইতে পারবা।
চাঅলা : হুম। (নীরবতা)ৰ
পত্রিকাঅলা: হুম। (নীরবতা) মুনে হয় সে এলাকা ছাইড়া চইলা গ্যাছে।