[উইলিয়াম ব্লেক (১৭৫৭-১৮২৭) আঠারো শতকের ইংরেজি ভাষার অন্যতম রোমান্টিক কবি। তার লেখা কাব্যের মধ্যে ‘পোয়েটিক্যাল স্কেচ’, ‘সং অব ইনোসেন্স’ও ‘ম্যারেজ অব হেভেন অ্যান্ড হেল’ অন্যতম। তার কবিতায় রহস্যময়তা, রোমান্টিকতা ও বাস্তবতার অনুষঙ্গ উজ্জ্বলভাবে উপস্থিত। রহস্যময়তা, রোমান্টিকতা ও বাস্তবতার অনুষঙ্গে ঘেরা তার দুটি কবিতার বঙ্গানুবাদ এখানে প্রকাশিত হলো।]
বিবর্ণ গোলাপ
ওহ গোলাপ, বিবর্ণ তোমার রূপ
অদৃশ্য কীট
রাতের পতঙ্গ
ঝড়ের গর্জন;
খুঁজে পেয়েছি
লাল রঙে রাঙানো
তোমার শয্যা;
নিরুদ্ধ গোপন ভালবাসায়
তোমার জীবন তমসাচ্ছন্ন।
সন্ধ্যাতারা
সাঁঝের আকাশে সুবেশী দেবদূত
সূর্য ঘুমিয়ছে গেছে পর্বতের ওপারে
আলোজ্জ্বল ভালোবাসা।
তোমার দ্যুতিময় মুকুটে
সান্ধ্য শয্যায় আলোর উত্তাপ!
ভালোবাসার উচ্ছ্বাস
সাঝের প্রকৃতিতে
তোমার আকাশে নীল ওড়না,
ফুলের ওপর ছড়িয়ে আছে
তোমার রজতশুভ্র শিশির;
ফুলেল আঁখি পল্লবে
ঘুমের আবেশ।
পশ্চিমা বায়ুকে
ঘুম পাড়িয়ে দাও,
হ্রদ নীরব তোমার দীপ্ত চাহনিতে,
ধুলি ধূসরতারকে ধুঁয়ে দাও
. তোমার রজতশুভ্র আলপনায়।