বর্ডার
ওয়াঘা সীমান্তের কাছে দাঁড়িয়ে
আমি একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম যে সেখানে পাতার জঞ্জাল পোড়াচ্ছিলেন:
‘বাবা, ভারত-পাক সীমান্ত কোথায়?’
তিনি আমার দিকে ঘুরেই কবরস্থান হাজির করলেন,
তার ডান হাতের তর্জনি
আমার বুকে ঠেকিয়ে বললেন, ‘এই।’
সে তার দুটো পা নিয়েই ছাইয়ের স্তূপে দাঁড়িয়ে ছিল।
আকাশ
সমস্ত ধোঁয়া পৃথিবী থেকে উঠে
আকাশের দিকে যায়
তবে আকাশকে কখনোই ধোঁয়ার দেশ
বলা হয় না
সবসময়ই আকাশকে বলা হয়
চাঁদ আর তারাদের দেশ
সত্যের জন্য যুদ্ধ
আপনি যদি সত্যের যুদ্ধের জন্য এগিয়ে আসেন
আমি যদি আসামি হিসেবে আপনার সামনে দাঁড়াই
আপনি আমাকে মেরে ফেলতে পারেন।
দয়া করে! শুধু একটি কথা মনে রাখবেন,
আমার বুকে গুলি করবেন না।
এই ঘরটি আপনার জন্য অটুট ভালবাসায় ভরা হৃদয়কে ধরে রেখেছে
এবং যদি তা ভেঙে পড়ে এবং আপনার প্রগতিশীল পায়ের চারিদিকে ছড়িয়ে পড়ে
তাতে আপনি আকাশ পরিমাণ ব্যথা পেতে পারেন
আর আমি—যে ক্রমান্বয়ে পৃথিবীতে পরিণত হয়েছি।
সেই মুহূর্ত
যা আপনারই হবে, আমার নয়
যে সত্যিকারের মৃত্যুর মুখোমুখি হবে।
দূরত্ব
আমি জানি, তুমি অনেক অনেক দূরে
কিন্তু, হে আমার ভালবাসা, আমার কোনো ক্ষোভ নেই
আমি জানি, যদিও আমাদের দূরত্ব অনেক বেশি
চেয়ে দেখ পৃথিবীর প্রত্যেকে
দূরের সূর্যের দিকে তাকিয়ে থাকে
এবং যুগ যুগ বেঁচে আছে।
বিজয়ী
জমি আর জল দখলের পর
বিজয়ের আনন্দে তরোয়াল নিয়ে
বিজয়ী সমুদ্রের তীরে দাঁড়ালেন
এবং উচ্চ স্বরে নিজের প্রশংসা করলেন।
ধীর ঢেউয়ের সমুদ্রে
জেলেরা, খুব কাছেই কাজে ব্যস্ত
তাদের কর্মক্ষেত্র সমুদ্র সীমার আধ মাইলের বেশি না
অথচ তারা বিজয়ীর আনন্দ গর্জন শুনতে পেল না।
বিপ্লব
বিপ্লবের জন্য যাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই!
আঘাত করো; ভাঙো!
তবে মাটির মতো ভাঙো, নরম মাখনের মতো
একটি শক্ত খোলসের পিচফলের বীজ লাগাও
বিপ্লবের স্নিগ্ধ হাতের পরম যত্নে
এবং দেখো বীজ আলতো করে ভেঙে যায়
কোমল চারাতে প্রথম জোড়া পাতা গজাতে
পূর্ণ জীবন আর ভবিষ্যতের জন্য।