[মোহন সুবেদী। ভারতের আসাম রাজ্যের নেপালি ভাষার সাহিত্যিক। কবিতা, গল্প, প্রবন্ধ, আলোচনা, অনুবাদ-সাহিত্যের সব ধারাতেই কলম ধরেছেন। কবির চারটি কবিতা সংকলন, দুইটি গল্প সংকলন, একটি করে আলোচনা ও প্রবন্ধের বই ও দুইটি অনুবাদের বই প্রকাশিত রয়েছে। এছাড়া, কবির একটি গানের বইও প্রকাশিত হয়েছে।]
অগ্রহায়ণ
বিস্তীর্ণ ক্ষেতজুড়ে দোলা সোনালি শীষেরা
পরস্পরের সঙ্গে কথা বলে
ফিরিয়ে দেয় চাষি ভাইয়ের উৎকণ্ঠা
সারা বছরের ভোগান্তি
সরিয়ে রাখে নিমেষে
এই মাদকতা আর কোথায় দেখা যায়
ধানের শীষ বাদে?
কাদামাটিতে ভেজা শরীর মুছে
চাষি ভাই মুচকি হাঁসে একা
আর বয়স্ক আঙুলে গোনা শুরু করে
এক, দুই, তিন…বেশি দিন শেষ নেই আর
ঝুমঝুম আওয়াজ করে আসছে কেউ
ঘরের লক্ষ্মীর সুগন্ধী স্বর
এসো, বাতি জ্বালাই সন্ধ্যায়
আজ অগ্রহায়ণের প্রথম দিন।
রোদ-ছায়া
অন্ধকার ভেদ করে আসা একঝাঁক আলোকে
তুমি নিজের বললে
আমি বললাম আমার
শিখারা এদিক-ওদিক ছোটাছুটি করতে লাগলো
তুলতে গিয়ে যেটুকু পেলে, তোমার হলো
বাহুপাশে যতটা বাঁধতে পারলাম, আমার হলো
এভাবে আলোর পেছনে ছুটতে গিয়ে
আমরা আবার বিভাজিত হলাম
আমি অন্ধকারের সঙ্গে
আলোর একটি অংশ চাইছি
কিন্তু তুমি খুঁজছ
রোদমিশ্রিত আলো
দোষ
আমার সঙ্গেই বেড়ে ওঠা
আমার কিছু দুঃখ রয়েছে
আর, আপনার দুঃখ রয়েছে আপনার সঙ্গে
ভাগ করে ফুরিয়ে যাওয়ার বস্তু নয়
দুঃখের ধারা
দু্ঃখ রয়েছে বলেই তো জীবন রয়েছে
আর সব সম্পর্কের মূল-এই জীবন
দুঃখকে আড়াল করে রাখবেন না
বরং ঢেলে ফেলে দিন কাছের পুরনো কুয়োয়
নয় তো পুঁতে দিন কোনো বড় গর্তে
ঠিক সেখানেই নিভে যাবে দুঃখের ছাই
এখনো বুঝতে অসুবিধে হলে
দাঁড়িয়ে পড়ুন নিজ উঠোনের অপর প্রান্তে
যেখান থেকে নিয়মিত নিচে নামে
চোখের পাতার অশ্রুবিন্দু
আপনার আর আমার মধ্যে
অনেক দোষ রয়েছে
তা বলেই তো দু্ঃখ এখনো জীবিত রয়েছে…