গিয়েছ চোখের সীমানা ছাড়িয়ে
গিয়েছ চোখের সীমানা ছাড়িয়ে
পাইনি সহসা দুবাহু বাড়িয়ে
আবার এসেছ ফিরে
কত দুঃসহ চকিত বেদনা
(তাই) বেহাগের সুর কখনো সেধো না
বাসনার মন্দিরে॥
এই দুদ-না-দেখার অবসরে
ভাবনার ফুল সাজিয়েছি থরে থরে
(আর) স্মৃতির তরণী অজানার বাঁকে
বয়ে যায় ধীরে ধীরে॥
যত দূরে যাও ফিরবেই জানি ঘরে
এ-হৃদয় তবু অজানা হুতাশে মরে
(আজ) চোখের সামনে তুমি না থাকলে
ভুলে যাই ধরণীরে॥
ভুলতে আমায় চাইলে এখন
ভুলতে আমায় চাইলে এখন
ভুলে যা তুই
বাঁধনটুকু নিজের হাতে
খুলে যা তুই॥
এই হৃদয়ের গহীন কোণে
রয়েছে তোর আসন
ভালবাসার অধিকারেই
করতে পারি শাসন
অভিমানের কাঁটা নিজেই
তুলে যা তুই॥
মাঝনদীতে কেন-বা এলি
সাঁতার কি তুই জানিস
বাওবাতাসের ঘুর্ণি দেখে
বৈঠাখানি টানিস
ফিরতে হলে পাল উড়িয়ে
কূলে যা তুই॥
হয়তো তুমি চলেই যাবে
হয়তো তুমি চলেই যাবে
গভীর অভিমানে
যাবার আগে শেষ কথাটি
ফুটুক তবে গানে॥
অনেকবার বলেছ ডেকে
তোমায় ভুলে যেতে
ভুলিনি আমি থেকেছি শুধু
তোমার নামে মেতে
কথার কথা ভেবেই আমি
বিঁধিনি ছোড়া বাণে॥
আজকে শুনি কণ্ঠ এ কী
কঠিন তারে সাধা
কোথায় গেল রাইকিশোরী
চিরকালের রাধা—
বেহাগ বুঝি বাজল বুকে
লাগল ব্যথা প্রাণে॥