মায়া
অনুরাগের দোলা দেওয়া
প্রথম দেখার স্থান
সেইখানে আজ দুচোখ যেতেই
উঠল নেচে প্রাণ॥
চারটি চোখের মিলন হওয়া
সেই বিকেলে
দুইটি হৃদয় দিয়েছিল
হৃদয় ঢেলে
বাতাস বুঝি শুনিয়েছিল
হাজার তারার গান॥
জানি কভু ভাঙবে না এই
মিলনসাঁকো
বিনিসুতোর মালা বলেই
ছিঁড়বে নাকো
পেয়েও আমি পাই না বলে
বাড়ছে মায়ার টান॥
ভালোবাসা
তোমাকে যেটুকু ভালোবাসি আমি,
সেটুকু ফিরিয়ে দিও
নিজ থেকে কিছু দিতে হবে নাকো
(শুধু) ভালোবাসাটুকু নিও।
আপন ভুবনে আপনার মতো
সকল কর্ম ভুলে
যত ভালোবাসা আমার রয়েছে
দিয়েছি তোমারে তুলে
কিছু তার তুমি গ্রহণ করেছ,
(আর) তাতেই হয়েছ প্রিয়॥
নিজের ভাণ্ডে তাকাতে হবে না
থাকুক সকল জমা
দেয়াটুকু শুধু ফিরিয়ে দিলেই
হয়ে রবে প্রিয়তমা
এই ভালোবাসাটুকু বেঁচে থাক আর
হয়ে থাক স্মরণীয়॥
সুখ
অন্তরে আজ যে সুর বাজুক
তা দিয়ে কী হবে গো
আমার প্রাণের পাখি উড়াল দিয়ে
আসবে কাছে কবে গো॥
সে কি কভু ধরা দেবে
আমার সুর কি কণ্ঠে নেবে
কল্পনাতেই থাকবে শুধু
আসবে কি বাস্তবে গো!
তার জন্য হই গৃহহারা
তবু তো সে দেয় না সাড়া
কপাল পোড়া এই তপনের
সুখ হবে না ভবে গো॥