ভালোবাসা তোর
ঘাসের ডগায় শিশির হাসে, রোদের আভায় ভোর;
ঝিলের জলে শাপলা দেখে, বাড়াই সমাদর
একটা সময় পেয়ে ছিলাম, ভালোবাসা তোর!
সেই বিরহে মজাই পুকুর, জীয়ল মাছের ছা।
দূরে থেকে ডাকছ কেন যা হারিয়ে যা।
বুকের ওমে সিক্ত নয়ন ভুলছে সব আদর।
দূর আকাশের তারার মতো, জ্বলবে মিটিমিটি।
জীবন জুড়ে দেখবে সবাই, সেই বেদনার ভিটি।
ভাট ফুলেরই ক্ষুদ্র রূপে, অপলক চেয়ে থাকা।
কচুপাতার জলের মতো, অন্তরে না রাখা।
টলমলিয়ে হারিয়ে যায়, না পাওয়া সেই ঘোর।
নীল জোছনার মেঘ
ওগো, নীল জোছনার মেঘ
তুমি, ভাসাও ভাবাবেগ
অর্ধেক মন পোড়াই ছিল
বাকী ছিল অর্ধেক।
ভেবেছি ভেজাবে জ্বালাবে না আর।
ছুটে গেছি তাই ফেলে সব আঁধার।
পাওয়ার আসা বাঁধেনি বাসা
জ্বলছে পুরো আবেগ।
কাঁটা দিয়ে যদি কাঁটা তোলা হয়
কমে যায় সব ব্যথা।
না তুলে দেখেছি বেড়েছে অনেক
জমে থাকা বহু কথা।
কথার মালায় যে বাঁশি বাজে
কেঁটে যায় তার সুর।
সুরের বাঁশিতে মুখ না রেখেই
হেঁটেছি অনেক দূর।
যাবে কি ফেরা আঁধার ঘেরা
বাড়ছে সব উদ্বেগ।
ভব জ্বালা
বারেবারে আসলে কাছে
বুকে ওঠে ঝড়।
আউলা বাতাস বাউলা করে
পরকে করি ঘর।
ও সেই,
ঘরের মাঝে নিমাই ঠাকুর
আপন মনে তুলছে যে সুর
সুরের মায়ায় সব ছেড়ে আজ
হলাম যাযাবর।
পথের মাঝে পথ খুঁজেছি।
গুরুর সাধন যেই বুঝেছি।
সকল পথের এক মোহনা
দেখছি বরাবর।
মোহ মুক্তি না হবে যার
তার দুনিয়ায় সবই আঁধার।
চন্দনে কয় ভব জ্বালা
আপন করে পর।
ক্যানভাস
দুপুরের ক্যানভাসে বিকেলের ঘাস
আবিরের রঙ মেখে দেখি উল্লাস।
বুকের জমিনে ক্ষত জল রঙে ছেদ।
প্রেম বেশি কাছে এলে ঘটে বিচ্ছেদ।
বিমূর্ত পটে দেখি জলে নামা মেঘ।
রক্তকরবী লাল পুরোই আবেগ।
বেদনার নীল ছুঁয়ে ভুলি ভেদাভেদ।
যেখানে আকাশ নীল আবীরের খেলা।
সেখানে হৃদয়টাকে দেখি দুইবেলা।
দিগন্ত রাখি বুকে আঁকি তার ছবি।
রঙের কবিতা জুড়ে, বানভাসি কবি।।
ছবিতে কবির কায়া, চোখে মুখে মেদ।
কোলাজ
ছবিটা বিক্রি হবে ভালোবাসার দামে।
উঠবে না সে কারও ঘরে উঠবে না নিলামে।
ভালোবাসা পেলেই সে পৌঁছে যাবে কাছে।
নীরবে তার দহন জ্বালা পুরোই জমা আছে।।
উজাড় করে দিলে পাবে, যাবে তোমার নামে।
দহন ক্ষরণ বিরহ প্রেম এক সুতাতে গাঁথা।
না বুঝলে তার ভেতর বাহির, বুঝবে না সে ব্যাথা।
যায় না ধরা পরম্পরা যায় না ছোঁয়া তারে।
সময় ভেদে নানান রূপে আলো অন্ধকারে।
বাজার দরে বিকায় না সে, বিকায় সে প্রণামে।
দুঃখ-সুখের ভেলা
যে মেয়েটি গভীর রাতে একা
তার সাথে কি হবে আমার দেখা
আলতো করে হাত দুটো তার ধরে
বলবো কেমন করে।
শূন্যতাকে ভুলে গিয়ে
ঢুকবো একই ঘরে।
আকাশ দেখে ভাবুক চোখে
রাখব চোখে চোখ।
ভুলে যাব এক জীবনের
সকল যোগ বিয়োগ।
এমন কেউ কি আছে, দূরে কিংবা কাছে
যাকে নিয়ে নুতন করে
হারাই অকাতরে।
দূরত্বহীন আলোর মাঝে
ভাসিয়ে দিব সুখ।
দুজন হাওয়ায় উড়তে গিয়ে
ভুলব সব অসুখ।
দুঃখ-সুখের ভেলা, বসাবে যেই মেলা
সকল অতীত মুছে ফেলে
যাব না দূরে সরে।
আরও পড়ুন: ফজল-এ-খোদার নির্বাচিত ৫ গান