ও রে মন আমার
ও রে মন আমার, ও তুই উঠিস কেন ক্ষেপে
মনের দুঃখ মনের মধ্যে রাখিস কিছু চেপে!
মনের দুঃখ সবার কাছে যায় না বলা খুলে
অনেক বিপদ আসতে পারে একটুখানি ভুলে
তাই সময় বুঝে কইবি কথা একটুখানি মেপে॥
সহজভাবে নিতে হবে, কঠিন কাজের দায়
এই ছাড়া আর মোক্ষলাভের নাই কোনো উপায়
ভুল করে কেউ ভুল করিলে বাড়ে দুঃখের বোঝা
এই কথাটি কঠিন তো নয়, একেবারেই সোজা।
কী লাভ বলো কষ্টকালি নিজ কপালে লেপে॥
রূপে তোমার ভুলি নাই রে
রূপে তোমার ভুলি নাই রে, ভুইলাছি যে গুণে
(আমি) পাগল হয়ে আছি বন্ধু, তোমার কণ্ঠ শুনে॥
প্রথম যেদিন শুইনাছিলাম তোমার গলার সুর
আমার হৃদয় হইয়াছিল আনন্দে ভরপুর
(আর) সেইদিন থেকে কাটে যে দিন কথারই জাল বুনে॥
তোমায় ছাড়া বাকি জীবন বাঁচব কেমন করে
তুমি আইসা আমার জীবন দাও গো সুরে ভরে।
জাত-কুল-মান সব ছাড়িলাম তোমায় পাওয়ার আশে
তুমি বন্ধু আমার হয়ে থাইকো পাশে পাশে
(এবার) কথায়-সুরে মিলন হবে আগামী ফাল্গুনে॥
তুমি কোন বাগানের মালি
ও তুমি কার বাগানের মালি?
ফুল তুলিতে গেলে কেবল, পাড়ো মধুর গালি॥
জানি তুমি ফুল ফুটাইছো কঠিন পরিশ্রমে
আমায় দিলে তোমার ফুলের সুবাস কিছু কমে?
তবু কেন দাও ফিরিয়ে দু’হাত করে খালি॥
তুমি মালিক, যত্নে বানাও সাধের বাগানখানি
ফুল ছিঁড়িলে কষ্ট পাবে, সে কথাটাও জানি।
কথা দিলাম ছিঁড়বো না ফুল, থাকবে ফুটে গাছে
আমি শুধু সুবাস নেবো গিয়ে ফুলের কাছে
তাতেই আমার উঠবে ভরে ভালবাসার ডালি॥
তোমার চোখে পড়লে আমার চোখ
তোমার চোখে পড়লে আমার চোখ
(আমি) ফেরাতে পারি না
বুঝি না তো, চোখের গভীর তলে
(আমি) ডুবেই আছি কিনা!
ছোট্টবেলার খেলার সাথীর মুখ
তোমার মুখেই আবছা হয়ে ভাসে
(আমি) ডুবতে থাকি তোমার মুখের ভাঁজে
নতুন দ্বীপের বিজয়ের উল্লাসে!
তুমিই এনে দিলে স্মৃতির সুখ
(জানি, তুমি) নও তো হৃদয়হীনা!
আমায় দিল একটুখানি ঠাঁই
তোমার অমন প্রশান্ত অঞ্চলে
দেখা হলে দিনের শেষের ভাগে
তোমার পরশ নিয়েই এ-মন চলে
আবার কোথায় নতুন দেশে যাই
(বাজল বুঝি) নতুন ভোরের বীণা॥
তোমার আকাশে সন্ধ্যা রাতের
তোমার আকাশে সন্ধ্যা রাতের তারা হয়ে ফুটে আছি
তুমি আছ আর আমি আছি পাশে—এই সুখে মরি বাঁচি॥
দেখবে সবাই দিনের আলোয়, মুছে গেছে সব তারা
আমি নেই ভেবে কত যে মানুষ উল্লাসে হবে সারা
কেউ জানবে না, আমরা গোপনে লুকিয়েছি কাছাকছি॥
দিন সরে গেলে আবার যখন জাগবে রাতের মুখ
আমি ভরে দেব তোমার আকাশ—হাহাকার-ভরা বুক।
তোমার বুকেই আবার ফুটবে উজল তারার হাসি
বাতাসের কানে শোনা যাবে শুধু—ভালোবাসি-ভালোবাসি
আমি যেন কোনো মহুয়া-বনের গুনগুন মৌমাছি॥
কান্নার চেয়ে বেশি সুখ বলো
কান্নার চেয়ে বেশি সুখ বলো আর কীসে খুঁজে পাই!
নিজের চোখের জলের গভীরে নিজেরে হারাতে চাই॥
দুঃখ পেলেই দুচোখে অশ্রু ঝরে
হারানো ব্যথায় সকলেই কেঁদে মরে
আমি তো কাঁদি না, আমার চোখের অশ্রুরা বেঁচে নাই॥
দুঃখের সাথে গলাগলি ধরি
সুখের জন্যে আমি কেঁদে মরি
সুখ যদি আসে কান্নার জলে, তার কাছে নেব ঠাঁই॥
ও রে দুঃখবতী মেয়ে
(ও রে) ও দুঃখবতী মেয়ে
অমন করে কী ভাবিস তুই আমার দিকে চেয়ে॥
(তোর) বুকের ভেতর দুখের বৃষ্টি অহর্নিশি ঝরে
তার কিছুটা রাখিস জমা আমার এই অন্তরে
(আমি যে) ঢেউয়ের সাথে দুলতে থাকা শক্ত ডিঙ্গির নেয়ে॥
কিসের জন্য দুঃখ এত বলিস না তো খুলে
আমার ভালবাসায় যদি দুঃখ যেতি ভুলে
আমার হৃদয় উঠত নেচে তোরই পরশ পেয়ে॥
তোমার বুকের কষ্ট যখন
তোমার বুকের কষ্ট যখন আমার বুকে ঝরে
তুমি তাকে কান্না বলো, আমার তাতে সুখ আসে অন্তরে॥
সুখের আশায় সারাজীবন কাটিয়ে দিলাম একা
স্বপ্ন-রঙিন সুখপাখিটা দেয়নি আজো দেখা
দুঃখকে তাই ঠাঁই দিয়েছি আমার ভাঙ্গা-ঘরে॥
আমার কাছে দুঃখ নিয়ে এসো তুমি যদি
সুখ স্রোতে ভাসব আমি বইবে চোখে নদী
কান্না ছাড়া কে আছে গো (আমায়) দেবে পূর্ণ করে॥
জীবন রে তুই আমায় ছেড়ে
জীবন রে তুই আমায় ছেড়ে কই পালাতে চাস
যত দূরেই যাস রে জীবন, আমায় নিয়ে যাস॥
ছোট্টবেলায় তুই যে আমার খেলার সাথী ছিলি
কোন অচেনায় পালিয়ে গিয়ে মনে দাগা দিলি।
(এখন) খুঁজে পেলাম তোরে আবার অন্তরে যার বাস॥
আর কি তোরে ছাড়তে পারি পেলাম যখন খুঁজে
অভাগীরে সঁপে দিলাম, নিস রে ও তুই বুঝে
তোর বুকেতে হয় যেন গো আমার সর্বনাশ॥
তোমার মনের কথা আমি
তোমার মনে কথা আমি কণ্ঠে দেব ছড়িয়ে
শুধু তুমি রেখো আমায় বুকের মাঝে জড়িয়ে॥
মনের মাঝে ছিলে তুমি, ছিলে চোখের আড়ালে
এখন কেন এই বিকেলে সামনে এসে দাঁড়ালে
এলেই যখন ভালোবাসায় আমায় দিও ভরিয়ে॥
তোমার-আমার নাইবা হলো এক নদীতে নাওয়া
এক জীবনে নাই-বা হলো তোমায় কাছে পাওয়া
আরেক জীবন আসে যদি, তাকেই নেব গড়িয়ে॥
তোমাকে খুঁজতে ঘর
তোমাকে খুঁজতে ঘর থেকে বের হয়ে
নিজেকে হারিয়ে আসি—
দূর থেকে শুনি অচেনা পাখির সুর—
ভালোবাসি ভালোবাসি॥
সকালের রোদ গায়ে মেখে আমি একা
বেরিয়েছিলাম পথে
পথ শুধু চলে পথের সঙ্গে আমি
ভেসে চলি দ্বৈরথে।
কান পেতে শুনি অলখে লুকিয়ে থাকা
বিজয়ীর বাঁকা হাসি॥
ভালোবাসি ভালবাসি॥
দুপুর গড়িয়ে সন্ধ্যাবেলায় দেখি
আঁধার আসছে নেমে
হঠাৎ আলোর ঝলকানি ভেদ করে
দেখা যায় থেমে থেমে
কে যেন ওপাশে হাত তুলে কাছে ডাকে
এই আছি পাশাপাশি॥
ভালোবাসি ভালোবাসি॥
আমার কথা যখন তুমি
আমার কথা যখন তুমি কণ্ঠে নেবে তুলে
বনের ধারে সুরের ফণা উঠবে দুলে দুলে॥
আমার গায়ে জ্বালবে আগুন তোমার গলার সুর
তাতেই আমি শান্তি পাব, ক্লান্তি হবে দূর
আমার মনের বাগানখানি ভরবে ফুলে ফুলে॥
সুরের আগুন মনের জ্বালা মেটায় যদি আজ
আমার হৃদয় আনন্দে তাই পরবে নতুন সাজ
গানের তরী ভিড়ুক এসে ইচ্ছে নদীর কূলে॥