আকাশ ভেবে ভুল করো না
আকাশ ভেবে ভুল করো না
নদী ভেবে ভুল করো না
আগের মতোই
আমি তোমার
কাছে কাছেই রই
প্রিয়, তোমার
ধরা-ছোঁয়ার
বাইরে আমি নই।
আমি আছি কাছাকাছি
জুড়ে তোমার মন
আমার মনের পাড়া গাঁয়েও
তোমার বিচরণ
তুমি ভালোই জানো আমি
তোমার কী হই।
দিনে অবাক সূর্য তুমি
রাতে চাঁদের হাসি
সরল স্বীকারোক্তি শুধু-
তোমায় ভালোবাসি
তোমায় নিয়েই এক জীবনে
এই যতো হই চই।
ও বনলতা
হাওয়া মৃদুমন্দ
জীবনানন্দ
দেখছে তোমারই রূপ
ওবনলতা
বলোনা কথা
তুমি কেন আজ চুপ।
তুমি তুমি নাকি জলছবি
অবাক চোখে দ্যাখে মন কবি
তোমার পাখি পাখি চোখ
পড়ে না কবির পলক
কবির মাঝেও নামে নীরবতা।
তুমি তুমি নাকি তোমার ছায়া
ভাবেন কবি নিয়ে অচীন মায়া
তোমার লাজরাঙা মুখ
কবি দেখতে উৎসুখ
এই বুঝি খুলবেন কাব্যখাতা।
মাকে দেখি
মধ্য রাতে ঘুম ভেঙেছে
স্বপ্নে দেখে মাকে
দেখবো মাকে বলে ছিলাম
মনের জানালাকে
মাতো এখন তারার দেশে থাকে
ইচ্ছে হলেই যায়না দেখা তাকে।
স্বপ্নে দেখি মা দাঁড়িয়ে
বাড়ির উঠোনটায়
দুধমাখা ভাত হাতে নিয়ে
ডাকে খোকন আয়
হঠাৎ করেই হারিয়ে ফেলি
মধুর স্বপ্নটাকে।
স্বপ্নে দেখি মা শিয়রে
আমার পাহারায়
মাঠের ঠোঁটের রূপকথারা
আমায় ঘুম পাড়ায়
হঠাৎ করেই ঘুম ভেঙে যায়
দেখি না আর মাকে।
মায়ের চুমুর দাগ মোছে না
এই শহরে একলা থাকি
মাকে দূরে রেখে
তবুও মার স্পর্শ মেলে
কপাল ছুঁয়ে দেখে
কেউ কি বোঝে না
মা যত চুম দিয়েছে
এই কপালেই লেগে আছে
মায়ের চুমুর দাগ মোছে না
মায়ের চুম রেখা মোছে না।
মা থাকে এই বুকের ভেতর
বুকই মায়ের ঘর
চোখ বুজলেই যায় রে শোনা
মায়ের কণ্ঠস্বর
আমার এ বুক মায়ের ঠিকানা।
মা থাকে না দূরে কোথাও
মা তো থাকে কাছে
সারা দেহে মায়ের শাসন
স্নেহ লেগে আছে
মা-ই আমার আসল ঠিকানা।