কে তোমার দিন রাঙিয়ে যে দিল
কে তোমার দিন রাঙিয়ে যে দিল, হাত রেখেছিলে হাতে
কার সাথে তুমি সেদিন বিকেলে মেতেছিলে মৌতাতে—
তার সুরে তুমি মাতোয়ারা হলে ক্ষতি কী আমার তাতে?
কার কাছে গিয়ে সেজে এলে তুমি এক বিকেলের রানি
চোখে-চোখে তারে কত ভালোবাসো, সে খবর আমি জানি
তারে পেলে তুমি বিগলিত হও, দেখা হলে সাক্ষাতে।
জানি না আমার কী যে অপরাধ, কখন দিয়েছি জ্বালা
তোমার আইনে এমন শাস্তি, প্রাণ হলো ফালা-ফালা
জানি না করেছি কী এমন পাপ, ছাই দিছি কার ভাতে!
আজ সে এসেছিল
আজ সে এসেছিল
আমার ঘরে
ভাল সে বেসেছিল
হৃদয় ভরে।
মন কি জেনেছিল
কী সুখ এনেছিল
গিয়েছি আমি তাতে
সুখেই মরে।
মরণে এত সুখ
আর কি পেত বুক
তুমি না দিলে ডাক
মধুর স্বরে।
আর কি পাব ফিরে
বুক দেখাব চিরে
যেখানে শুধু তাকে
রেখেছি ধরে।
পাব না জেনেও আমি
পাব না জেনেও আমি বাড়িয়েছি হাত
প্রেম তো হৃদয়-কাটা শাঁখের করাত।
কী ভেবে যে কী আগুনে, জানি না কখন
কী আশায় কোন লোভে পুড়িয়েছি মন
ভালবাসা মানে জানি সলিল স্বখাত।
এ-জীবনে মনে হয় কত কী যে ভুল
বৃথাই বেঁধেছি কষে এলোমেলো চুল
যা কিছু চেয়েছি পেতে—হয়েছে বেহাত।
এ হৃদয় না-ই নিলে, না-ই দিলে মন
ভালবেসে যাব তবু সারাটি জীবন
একাকী তোমায় ভেবে যাবে দিন-রাত।