এক.
ভুলে যদি যেতে চাও, যাও
কখনো পড়লে মনে
নিগূঢ় আলাপনে
তাড়াতে গিয়ে না যেন, একাকী হারাও।
স্মৃতির বাগানে দেখো
ফুটেছে বকুল।
শুকিয়ে গেলেও সে যে
করবে ব্যাকুল।
ব্যাকুলতা বুকে নিয়ে
একটু দাঁড়াও।
যে প্রেম নীরবে কাঁদে
তাকে তো ভুলে থাকা যায় না।
বারেবারে ফিরে এসে
ধরবে সে হাজারো বায়না।
সেখানেও খুঁজে পাবে
পুরান আবেশ।
আলোছায়া পাশাপাশি
তেমনি অশেষ।
তাকে না তাড়িয়ে আজ
বুকে তুলে নাও।
দুই.
মেঘগুলো সব পরবে ঝরে
আকাশ হবে নীল
তখন আমি তোমার হবো
কামনার গাঙচিল।
আকাশ ভরা গ্রহ-তারা
সবাই তো নয় নিদ্রাহারা
গভীর ঘুমে স্বপ্ন দেখে
হাসছি অনাবিল।
নীল আকাশের নীলে নীলে
নীলাভ হলো মন।
সেই বেদনা বিষের জ্বালা
পাই যে সারাক্ষণ।
কান্নাগুলো পড়লে ঝরে
বলবো সেদিন অকাতরে
তুমি আমার প্রাণের মানুষ
ভুলিনি এক তিল।
মেঘগুলো সব পড়বে ঝরে
আকাশ হবে নীল
তখন আমি তোমার কাছে
হবো ভুবনচিল।
আকাশ ভরা গ্রহ তারা
সবাই তো নয় নিদ্রাহারা
গভীর ঘুমে স্বপ্ন দেখে
হাসছি অনাবিল।
তিন.
আবার যদি কথার জালে
বাঁধি সুরের তান
ভেবে নিও মনটা আমার
সমুদ্র সমান।
বৃষ্টি হয়ে ঝরাবো মেঘ
মন মননের পুরো আবেগ
তোমায় নিয়ে গড়বো আমি
প্রেমেরই উদ্যান।
ধূপের মতো নিজে পুড়ে
ছড়াবো সুবাস।
জানবে না কেউ আমার মনের
গোপন অভিলাষ।
রংধনুর ওই সাত রঙেতে
গোপন জ্বালা রাখবো গেঁথে
দহন জ্বালা ধুয়ে নেবে
এই বিরহের গান।