আর্টফিল্ম দেখে বের হয়ে সিনেমা হলের সামনে পরিচিত দুই ভদ্রলোকের কথোপকথন।
: আরে দাদা আপনি এখানে! কোথায় এসেছিলেন?
: লোকজন বলাবলি করছিল, খুব ভালো একটা আর্টফিল্ম চলছে। সেটাই দেখে বের হলাম। আপনি কোথায় এসেছিলেন?
: আমারও তো ওই একই কারণে আসা। আর্টফিল্ম দেখতেই এসেছিলাম।
: তা আর্টফিল্ম দেখে কেমন লাগলো দাদা?
: আমি কিছুই বুঝি নাই। তা আপনার কাছে কেমন লাগলো?
: সত্যি বলতে কী, আমি আসলে আর্টফিল্ম খুব ভালো একটা বুঝি না। সে জন্যেই কিনা, এটারও মাথামুণ্ডু কিছুই বুঝতে পারি নাই।
: বোঝেন না, তা-ও যে দেখতে এলেন!
: আরে প্রেসটিজ আছে না! তাছাড়া ফেসবুকেও তো স্ট্যাটাস দিতে হবে!
: অ্যাঁ!
অ্যাঁ নয়, হ্যাঁ! কিছু মানুষের এই প্রেসটিজ আর ফেসবুক স্ট্যাটাস রক্ষার জন্যেই বোধহয় কদিন পরপর আমাদের সামনে একেকটা ইস্যু এসে হাজির হয়। আর আমরা বুঝে না-বুঝে একেকজন সব বিষয়েই বিজ্ঞের মতো নিজের জ্ঞানের ঝুলি নিয়ে ফেসবুকের পাতায় হাজির হই! দুদিন পর আবার নতুন ইস্যু, নতুন জ্ঞানের বহর। আদতে কাজের কাজ খুব কমই হয়। এভাবেই ‘চলিতেছে সার্কাস’। এই সার্কাসের ভাঁড় আমিও।