পরিবর্তন মানেই গতি। গতি মানেই উন্নতি। সংশোধন মানেই নিখুঁত প্রাপ্তি। বাংলাদেশের কয়েকটি জেলার নাম ইংরেজি বানান সংশোধন করা হয়েছে, বিষয়টিকে কেউ কেউ ভালোভাবে গ্রহণ করেছেন; কেউ কেউ নেতিবাচক দৃষ্টিতে সমালোচনা করেছেন। নামের পরিবর্তন পৃথিবীতে নতুন নয়। সারা পৃথিবীতেই হয়। আমাদের আশপাশের দেশের দিকে তাকালেই উজ্জ্বল দৃষ্টান্ত চোখে পড়ে। পৃথিবীর অনেক বিখ্যাত লেখক তাদের নাম পরিবর্তন করেছেন। এখনো করেন। বাংলাদেশেও লেখকের নাম পরিবর্তনের নজির কম নয়, অনেক।
মুশকিল হলো, যারা নাম পরিবর্তনের বিপক্ষে মত দিয়ে ঝাড়াঝাড়ি করেছেন, তাদের অনেকের নিজের নাম কিন্তু পরিবর্তন করে লেখালেখি করছেন। তারা কিন্তু নিজের পরিবর্তনের ব্যাপারে ঝেড়ে কাশলেন না। আমি ক্ষুদ্র মানুষ এ ব্যাপারে আর কী বলব?
মন্তব্য