গণমাধ্যমে ক্যারিয়ার গড়তে চাইলে প্রশিক্ষণ নিয়ে রাখা ভালো। রাজধানীতে বেশকিছু প্রতিষ্ঠান এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। তেমনই বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (বিএমটিআই) এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। সাংবাদিকতার মূল বিষয় সম্পর্কে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ মাসব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি কোর্সের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
কোর্সগুলো
১. সংবাদ উপস্থাপনা
২. টিভি নিউজ রিপোর্টিং
৩. রেডিও জকি (আরজে)
৪. টিভি ক্যামেরা পরিচালনা
৫. বেসিক জার্নালিজম (প্রিন্ট অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া)
৬. শুদ্ধ উচ্চারণ কর্মশালা
কোর্সগুলো পরিচালনা করেন প্রতিষ্ঠিত গণমাধ্যমকর্মীরা। কোর্স শেষে প্রতিষ্ঠানের নিজস্ব পোর্টালে কাজ করার বিশেষ সুযোগ রয়েছে। আসছে পবিত্র রমজান উপলক্ষে প্রতিটি কোর্সেই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন ০১৮৭৫-০১৮৫০৭, ০১৯৩৫-২২৬০৯৮ নম্বরে। অথবা ভিজিট করতে পারেন www.bmti.com.bd ওয়েবসাইটে।