আড়ংয়ের ধানমন্ডি আউটলেটে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদ উল আজহা-২০১৮ কালেকশনের এক চমৎকার প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন আড়ং রিঅ্যাওয়ার্ড কার্ড মেম্বার ও মিডিয়া প্রতিনিধিগণ। রবিবার (২২ জুলাই) সন্ধ্যায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আড়ং জানায়, এবারের ঈদে রয়েছে সালওয়ার কামিজ, কুর্তা, শাড়ি ও পাঞ্জাবীর বিশাল সম্ভার। ঈদ উল আজহা কালেকশনের মূল ভাবনায় ফুটে উঠেছে রঙের বর্ণিলতা। ধাতব অলঙ্কার, ফুলেল মোটিফ ও দোরোখা কাজের মিশেলে তৈরি হয়েছে আধুনিক ছাঁটের সালওয়ার কামিজ। ক্ল্যাসিক কাতান, মসলিন ও সিল্ক শাড়িতে আছে হাতের কাজ ও নকশী কাঁথার ছোঁয়া। ছেলেদের জন্য রয়েছে সুতি, সিল্ক কাপড়ের পাঞ্জাবি, কুর্তা ও কটি। জ্যামিতিক ধাঁচের আকৃতি, ভিক্টোরিয়ান মোটিফ ও অ্যাপ্লিকের কাজের মাধ্যমে ছেলেদের পোশাকে ঘটানো হয়েছে সনাতন ও সমসাময়িক ধারার সমন্বয়।
মন্তব্য