বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফেসবুক বন্ধুসংখ্যাও। ফেসবুকে যার যত বেশি ফ্রেন্ডস-ফলোয়ার রয়েছে, সমাজে তার গুরুত্ব তত বেশি। তাই জেনে নিন কী করলে আপনার কাছে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে—
• অবশ্যই নিজেরই ছবি দিন প্রোফাইল পিকচারে। না হলে অনেকে মনে করতে পারে আপনার প্রোফাইলটি ফেক।
• শুধু ছবিই নয়, নিজের সম্পর্কে সঠিক তথ্য দিন ফেসবুকে। আপনি কোথায় চাকরি করেন, কোন কলেজে পড়তেন ইত্যাদি তথ্য দিন।
• এই সব তথ্যকে অবশ্যই সেটিংস-এ গিয়ে পাবলিক করে রাখুন। অন্যথায় আপনার প্রোফাইলে বিশ্বাসযোগ্যতা থাকবে না।
• ফেসবুকে বিভিন্ন গ্রুপে যুক্ত হন। অন্যান্য ইউজারদেরও নজরে আসবেন আপনি।
• নিজের প্রোফাইলে যা পোস্ট করবেন, তার যেন বৈধতা থাকে। যা লিখবেন, তা ব্যাকরণের দিক থেকে শুদ্ধ ও বানানও যেন ঠিক থাকে।
• অন্যদের ছবিতে লাইক ও কমেন্ট করুন। তাতে বেশি করে আপনি নজরে আসবেন।