আপনি লেখালেখি করেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি যদি সাহিত্যিক হয়ে থাকেন, আর স্বভাষার পাশাপাশি বিভাষার ওপর যদি আপনার সামান্য দখলও থাকে, তাহলে ওই ভাষার সাহিত্যের রস সরাসরি আস্বাদন করতে পারেন। জানেন তো, ভাষান্তরে কেবল ভাষাই পরিবির্তত হয়; মূল বিষয়ের রুচি-মেজাজের হুবহু রূপান্তর কখনোই ঘটে না। তাই মানুষ স্বভাষার পাশাপাশি বিভাষাটাও শেখার চেষ্টা করে। আর সেই শেখার উপায়টা যদি আপনার হাতে মুঠোয় চলে আসে, তাহলে তো সোনায় সোহাগা। বিষয়টি কেমন?
আসুন, আরও মনোযোগ দিয়ে পড়ুন এই টেক্সট। আপনার জন্যই, হ্যাঁ, কেবল আপনার জন্যই ফরাসি ভাষা শেখানোর জন্য নিউইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান ডিগবাজার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে ফ্রি মোবাইল অ্যাপস। নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, অ্যান্ড্রয়েড কিংবা আইফোন বা আইপ্যাডে বিনামূল্যেই এই অ্যাপটি পাওয়া যাবে। আপনি শুধু ভিজিট করুন এই লিংকটি, আর ডাউনলোড করুন বাংলা-ফ্রেঞ্চ মোবাইল (Bangla-French Learning App)। অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোরের লিঙ্ক হলো: https://goo.gl/GfbZfm আর অ্যাপস্টোরে পাবেন এই লিঙ্কে: http://apple.co/2oY0kDp
ডিগবাজার লিমিটেডের ম্যানেজিং পার্টনার ডেইজি হ্যামিলটন বলেন, এই অ্যাপটিতে গুরুত্বপূর্ণ অভিধানের পাশাপাশি উচ্চারণসহ বর্ণমালা, সংখ্যা গণনা, প্রশ্নবোধক শব্দের ভাণ্ডার, আর্টিকেল ইত্যাদি রয়েছে। সেই সঙ্গে রয়েছে, ফরাসি ভাষায় কিভাবে জরুরি কথাবার্তা বলবেন, তারও পাঠ্যসূচি।
উদ্যোক্তারা জানান, মাত্র কয়েক মেগাবাইট আকারের Bangla-French Learning App-এর সব পেজই চলবে কোনো ধরনের ইন্টারনেট ছাড়াই, অর্থাৎ এটি অফলাইন একটি অ্যাপ। সূত্র: বাসস
মন্তব্য