চিন্তাসূত্র ডেস্ক
স্থানীয় প্রতিভাবানদের জন্য চীন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কেন্দ্র খুলতে যাচ্ছে গুগল। বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়া মহাদেশে তাদের এ ধরনের গবেষণা কেন্দ্র এই প্রথম। বেইজিংয়ে অবস্থিত কেন্দ্র থেকে ছোট ছোট টিমের মাধ্যৌমে এই গবেষণা কেন্দ্রটি পরিচালিত হবে।
চীনের নীতি-নির্ধারকরা দেশের এআই গবেষণা ও উন্নয়নের জন্য দৃঢ় সমর্থন দিয়েছে। কিন্তু গত বছর থেকে নতুন সেন্সরশিপ নিষেধাজ্ঞাসহ বিদেশি সংস্থাগুলির ওপর ক্রমবর্ধমান কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। এছাড়া গুগলের অ্যাপ স্টোর, ইমেইল ও ক্লাউড স্টোরেজসেবা চীনে নিষিদ্ধ রয়েছে। ইতোমধ্যে চীনে এই ল্যাবের জন্য শীর্ষপর্যায়ের ট্যালেন্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। আর এখনপর্যন্ত তালিকা অনুযায়ী বর্তমানে ২০টির বেশি চাকরির পদ খোলা রয়েছে।
- ইন্টারনেটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি
মন্তব্য