ফাগুন শেষে আগুন ছড়ায় জনস্রোতের বাঁক
আঙুল তুলে দিচ্ছে কে ওই স্বাধীনতার ডাক
মুক্তিকামী রক্তে মাতাল হাজার জনগণ
আশায় ছিল আসবে কখন মাহেন্দ্র সেই ক্ষণ
আসবে নায়ক প্রেক্ষাপটে তুমুল হুলস্থূল
হাওয়ায় দুলে উঠবে কখন অলৌকিক আঙুল
পাতা ঝরার শেষ বিকেলে রেসকোর্সের মাঠ
মুক্তিমন্ত্রে জাগিয়ে দিল ঘুমন্ত তল্লাট
অস্ত্র ধরো বীর বাঙালি, স্বাধীন করো দেশ
যার যা আছে, তাই দিয়ে সব শত্রু করো শেষ
স্বাধীনতার স্থপতি তোমায় মনে পড়ে
গর্জে ওঠা তর্জনিটা বুকের মাঝে নড়ে।
মন্তব্য