॥এক॥
ভুলে গেছি আমি, আমাদেরও ছিল দিন
এখন তাইতো শুধুই একা, কারণ তুমিহীন॥
তুমিহীন সেই গল্পটা বলি যদি
ভালোবাসা তবু গোপন থাকবে
তুমি আমি নিরবধি।
তুমিহীন এই নীরব সত্তা, হয়নি তো কভু বাগদত্তা
তবুও হৃদয় কাঁদে একাকী আমি যে বিমলীন॥
হারাতে হারাতে নিজেকে ফেরাতে
হলাম স্রোতা নদী।
ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছি
হারাতে বসেছি গদি॥
গদিহীন এই আমার আমিকে বলি
ভালোলাগাটাকে আপন করতে
ছিঁড়েছি ফুলের কলি।
অন্ধকারকে উজাড় করে, হেঁটেছি দুজন আপন ঘরে
আপনাকে তবু যতটা চিনেছি ততটাই দিনহীন॥
॥দুই ॥
ঘাসের ডগায় শিশির যেমন
রোদ পেলেই হাসে
আমার এ মন তোমায় পেলে
তেমন ভালোবাসে।
তেমন ভালোবাসে
বন্ধু তেমন ভালোবাসে॥
দূরে গেলে পাখা মেলে
উড়াল দিতে চাই
মন আমার কাছে
যেতে বলে যে হারাই
আকাশের মেঘের মতো
মন আমার অবিরত
ওড়ে তোমার পাশে॥
ঝাউয়ের বনে যেমন বাতাস
শব্দ করে চলে
তুমি কাছে না থাকলে মন
প্রেম অনলে জ্বলে।
ফাগুন মাসে যেমন আসে
গাছেতে মুকুল
লাউয়ের ডগার মতো মনটা
দোলাচ্ছে দোদুল
শিমুলের ফুলে ফুলে
শালিকেরা প্রাণ খুলে
ডাকে যে উল্লাসে॥