ভুলে থাকি শোক, সেই কালো চোখ
নিংড়ানো অনুতাপ
ভুলে থাকি বোধ, জাগ্রত ক্রোধ,
অপ্রিয় অভিশাপ।
ভুলে থাকি ভুল, ফিরে পেতে কুল
কোনো অন্যথা নাই
ভুলে থাকি রাগ, স্নিগ্ধ সোহাগ
নিয়েছি যে ঘরে ঠাঁই।
ভুলে থাকি ক্ষুধা, অসুখী বসুধা
মিছেমিছি অনুরাগ
ভুলে থাকি ক্ষত, মৃদু উদ্যত
কব্জির কালো দাগ।
ভুলে থাকি গলি, মাঠে পশুবলি
নিরিবিলি পথহাঁটা
ভুলে থাকি ঘাস, ফুলের সুবাস
দুধারে ছড়ানো কাঁটা।
ভুলে থাকি ক্ষোভ, লালসা ও লোভ
অনুনীত অভিমান
ভুলে থাকি সুর, নিরালা দুপুর
সরষে কোটার গান।
ভুলে থাকি তারা, চাঁদের পাহারা
জোনাকির মৃদু আলো
ভুলে থাকি ঝোঁপ, জোঁকের প্রকোপ
খেপজাল মিশকালো।
ভুলে থাকি দিন, অশোধিত ঋণ
ফেলে দেয়া ফুলদানি
ভুলে থাকি রাত, কুসুম প্রভাত
সেই প্রিয় মুখখানি।
ভুলে থাকি মেঘ, যত উদ্বেগ
বাতাসের ধুলিকণা
ভুলে থাকি স্মৃতি, শংসিত কৃতি
এবং প্রবঞ্চনা।
ভুলে থাকি হাসি, ব্যথা রাশিরাশি
নিকষ করোনাকাল
ভুলে থাকি ধুলি, মিছে ভুলগুলি
যাবতীয় জঞ্জাল।
ভুলে থাকি কথা, শুধু নীরবতা
বিজয়ের বিচ্ছেদ
ভুলে থাকি দেনা করোনা করে না
উঁচুনিচু-জাতিভেদ।
ভুলে থাকি খেলা, বোশেখের মেলা
শুভ পুনরুত্থান
ভুলি নাই ভোর, কণ্ঠের জোর—
জীবনের জয়গান।