দ্বিধা
রপ্ত করা শব্দগুলো দ্বিধার কাছে জব্দ, তাই
ভাষা খুঁজে পায় না ভাষা, কথার মুখে কথা নাই
মনের ঘরে তালা মারা
বন্দি আবেগ পায় না ছাড়া
কেমন করে বুঝিয়ে বলি, কতখানি তোমায় চাই॥
সারাটা রাত মহড়া দেই তোমায় কিছু বলব বলে
দিনের আলোয় সব ভুলে যাই তোমার মুখোমুখি হলে
ততখানি পিছিয়ে আসি, যতখানি এগিয়ে যাই
কেমন করে বুঝিয়ে বলি, কতখানি তোমায় চাই॥
বর্ণমালার বর্ণগুলো কেমন যেন বর্ণহীন
রঙিন মনের রঙিন আবেগ লিখলে লাগে অর্থহীন
হাত বাড়াতে পাই না বলে তোমার দিকে মন বাড়াই
কেমন করে বুঝিয়ে বলি, কতখানি তোমায় চাই॥
লিপস্টিকের দাগ
চায়ের কাপের যে পাশটাতে লিপস্টিকের দাগ
সে অংশটার প্রতি মনের গভীর অনুরাগ
গরম চা-ও জাগায় যেন ঠান্ডা অনুভূতি
ঠোঁটের ভালবাসা ফোটে রাঙা ঠোঁটের প্রতি॥
গরম ধোঁয়া তোমার ঠোঁটের নরম ছোঁয়া লেগে
নাড়িয়ে দিয়ে যায় আমাকে পরম আবেগে
কাপেই থেমে থাকে আমার চঞ্চলতার গতি।
ঠোঁটের ভালবাসা ফোটে রাঙা ঠোঁটের প্রতি॥
ঠোঁটে ঠোঁটে ঠোকাঠুকির সুযোগ হয় না, তাই
ধাপে ধাপে কাপের মাপে কল্পনা সাজাই
এমন পাপে পাপী হলে কী আর হবে ক্ষতি।
ঠোঁটের ভালবাসা ফোটে রাঙা ঠোঁটের প্রতি॥
ব্যাকবেঞ্চার
বরাবরই আমি ব্যাকবেঞ্চার
ক্লাসের সেরা ছাত্রী হলি তুই,
মনে মনে করি অ্যাডভেঞ্চার
কল্পনাতে মন বাড়িয়ে ছুঁই,
হয়তো তুই কিছুই বুঝিস না
অন্য কোনো অর্থ খুঁজিস না
আমায় শুধুই ভাবিস সহপাঠী
আমি কিন্তু উল্টো পথে হাঁটি॥
তোকে শুনিয়ে গুনগুনিয়ে গাই প্রেমের গান
হয়তো ভাবিস, ও কিছু নয়, কেবলি এক ফান
হয়তো তুই কিছুই বুঝিস না
অন্য কোনো অর্থ খুঁজিস না
আমায় শুধুই ভাবিস সহপাঠী
আমি কিন্তু উল্টো পথে হাঁটি॥
তোর খাতায় পাতায় পাতায় লিখি প্রেমের কবিতা
হয়তো ভাবিস, স্বভাবকবির মিথ্যে সবই তা
হয়তো তুই কিছুই বুঝিস না
অন্য কোনো অর্থ খুঁজিস না
আমায় শুধুই ভাবিস সহপাঠী
আমি কিন্তু উল্টো পথে হাঁটি॥
গাঁয়ে ফিরে যা
গ্রাম থেকে আসা ছেলে তুই, শহুরে রোদে পুড়ে,
মায়া ভরা ছায়া মিছেই খুঁজিস রাস্তা ঘুরে ঘুরে,
পিচ ঢালা পথ চলতে গিয়ে ছিলে যাবে দুই পা,
ওই ছেলে শোন, আল পথ ধরে গায়ে ফিরে যা॥
ইটের শহরে কীটের আবাস, প্লাস্টিকে গড়া ফুল,
এখানে পাবি না দখিনা বাতাস, ধরলা নদীর কূল,
যন্ত্রমানব হয়ে তুই বাঁচতে পারবি না॥
এখানে আকাশ বিলবোর্ডে ঢাকা, জোছনার গায়ে ক্ষত,
গাছগুলো সব জলরঙে আঁকা, রাতও দিনের মতো,
তোর জন্য বাড়ির উঠোনে অপেক্ষাতে মা॥