হেমন্তিকা
হেমন্তিকায় নবান্ন দোল উৎসবেরই পড়ে সাড়া
মাঠে মাঠে সোনা ধানের গন্ধে ভরে কিষাণপাড়া
পিঠেপুলীর ধুম পড়ে যায় গ্রাম-শহরে সকল খানে
শীতল বাতাস ডানার ভাঁজে গোপন শীতের বার্তা আনে
দেশ জননী বাংলা আমার সাজে আহা মোহন বেশে
আমরা সাজাই নতুন আশা ছয় ঋতুকে ভালোবেসে।
ইচ্ছে
ইচ্ছে ভাসে দূর আকাশে স্বপ্ন হাসে নীলে
খুকুমনির ইচ্ছে দোলে শাপলা ফোটা বিলে
ঘাস-নদী-ফুল টুনটুনি ছা হয় যে খুকুর সাথী
ইচ্ছেডানা মেলে সবাই খেলে চড়ুইভাতি,
খুকু যখন মন মেলে দেয় প্রজাপতির মতো
ফুলকলিরা মিষ্টি হেসে পাপড়ি মেলে শত
বনময়ুরী ভাবনা যত পেখম মেলে নাচে
তাই তো খুকুর ইচ্ছেগুলো হাজার বছর বাঁচে।
আশীষ
আমার মায়ের মিষ্টি হাসি তুলনা তার নাই
বুকের ভেতর তার ছবিটা যত্নে আঁকি তাই
সাক্ষী যে ওই আকাশ বাতাস গভীর রাতের তারা
কারও জীবন হয় না সুখী মায়ের আশীষ ছাড়া।
শিশুবেলার প্রথম যে পাঠ মায়ের কাছেই শেখা
তার দোয়াতেই হয় যে আমার বিশ্বটাকে দেখা।