ষোলোই ডিসেম্বর
পাকিস্তানে নিষ্পেষিত
চাইনি হতে ফের
যার যা আছে সঙ্গে নিয়ে
তাই হয়েছি বের।
আমরা সেদিন বুঝতে পারি
ঘর ত্যাগে কী সুখ!
পাকহানাদার রুখতে গিয়ে
কাঁপলো না এ বুক।
শত্রু বধের শপথ নিয়ে
অস্ত্রে রাখি হাত
নতুন সকাল আনবো বলে
হঠাই কালো রাত।
রণাঙ্গনে খবর এলো
ছাই হয়েছে ঘর
সবাই মিলে তৈরি করি
ষোলোই ডিসেম্বর।
চম্পা আপা ভোটে
চম্পা আপা ভোট জিতেছেন
ইউপি নির্বাচনে
গুড ম্যানারে স্থান পেয়েছেন
সব ভোটারের মনে।
চম্পা আপা শাড়ি পরেন
মেকআপ নেন কড়া
হাই ইশকুলের দশম অব্দি
চম্পা আপার পড়া।
চম্পা আপার কথায় আগুন
ঠিকরে পড়ে আলো
চাল-চলনে সুপারসনিক,
মনটা নরম, ভালো।
চম্পা আপার একটা জীবন
স্ট্রাগলেই কেনা
দিন-দুনিয়ার অলি-গলি
সবকিছু তার চেনা।
চম্পা আপার বুকে অনেক
দুঃখ জমা আছে
সমাজ তাকে ‘হিজড়া’ ডাকে,
নেয় না টেনে কাছে।
হাতের কাছে ছাতা নেই
বৃষ্টি হচ্ছে, কোথায় যাবো?
হাতের কাছে ছাতা নেই
ভিজলে পরে সর্দি লাগে,
ভিজার মতো মাথা নেই।
নিদ্রা দেবো কাঁথার ভেতর?
তার যে কোনো উপায় নেই
কর্ম ফেলে বাসায় যাবো?
তেমন শক্তি দু’পায় নেই।
রেস্টুরেন্টে খেতে যাবো?
বলেছি না? ছাতা নেই
দালান-কোঠার এই শহরে
কচুর বড়ো পাতা নেই।
সবচে ছোট দিন
ডিসেম্বরের বাইশ তারিখে
সবচে ছোট দিন
আমার কথা হয়নি বিলিভ?
গুগল করে নিন।
এই যে ছোট-বড়য় মিলে
দিনের পরিমাপ
এর পেছনে রহস্য কী?
কর্তৃপক্ষের চাপ?
কোন নিয়মে ঘটছে এটা
খুঁজতে গিয়ে ঠিক
বইয়ের পাতা উল্টে দেখি
কারণÑভৌগোলিক।
শুভ উদ্বোধন : মেট্রোরেল
একদিন এ শহরে খুব ছিল জ্যাম
যানজটে দেরি হলে ভেঙে যেতো প্রেম
সারাদিন ব্যয় হতো বসে থেকে ঠায়
লাটে উঠে গিয়েছিল ইনকাম প্রায়
জ্যামটাকে মনে হতো বাফারিং নেট
এ কারণে রেগুলার অফিসেও লেট
আকাশের গায় লাগা কতশত ব্রিজ
ডানে-বামে খাড়া হয়ে করে গিজগিজ
জ্যাম তবু ছাড়ে নাই মানুষের পথ
জ্যাম নিয়ে সকলের আছে নানা মত
আজ থেকে মতামত গোল্লায় যাক
যানজট আজ প্রেমে নাক না গলাক
এই দিন শুভ দিন মনে গেঁথে নিন
আজ হলো ইতিহাসে স্মরণীয় দিন।