১.
পারুল বনের
জারুল গাছে
গুচ্ছ ছড়ার
পুচ্ছ নেড়ে
দোয়েল নাচে।
২.
ভোরের আলো
দোরের কাছে
আদর হয়ে
চাদরজুড়ে
ছড়িয়ে আছে।
৩.
খোকার পুষি
বোকার ধাঁচে
নাকের ভেতর
কাকের পালক
ঢুকিয়ে হাঁচে।
৪.
টাপুর টুপুর
চাপুর চুপুর
বৃষ্টি এসে
সৃষ্টি করে
নীরব দুপুর।
৫.
যাদুর ছোট
দাদুর পাছে
মস্ত বড়
হস্তঅ’লা
ভূত যে আছে।
৬.
দুঃখগুলো
সূক্ষ্ম ছোঁয়ায়
দুপুরবেলা
পুপুর কাছে
মাথা নোয়ায়।
মন্তব্য