ডিসেম্বরের ষোল তারিখ উঠল স্বাধীন সূর্য
এই সমতল গভীর অতল মনের ভেতর নিত্য
এর মানুষে আবেগ জোশে ঠেকায় বুলেট বৃত্ত।
পাক হানাদার দিচ্ছিল মার অত্যাচারের জন্য
সহজ সরল চাষকারী দল ভাবছিল সব বন্য।
রাত গভীরে মার্চ পঁচিশে দানব নামায় সৈন্য
বিশ্ব বিবেক দেখল অবাক পাকিস্তানের দৈন্য
আম জনতাও হয় অযথা বুলেট আঘাত বিদ্ধ
সেই আঘাতেই ক্রমান্বয়ে হয় প্রতিরোধ ঋদ্ধ।
নয়টি মাসে বাংলাদেশে- বানায় খুনের নদী
লাশ গলে হোক বধ্যভূমি চায় হানাদার গদি
ঠিক জনগণ ওঠলো ফুঁসে যুদ্ধে এসেই যোদ্ধা
গুণল প্রমাদ সাহস দেখে পাকি সমর বোদ্ধা।
মা দিয়েছে ছেলের ছুটি বোন দিয়েছে ভ্রাতা
নতুন বউও বরকে বলে হও না দেশের ত্রাতা!
রক্ত দিলো জোয়ান বুড়ো মুক্ত দেশের জন্য
মায়ের ভীষণ আত্মত্যাগে স্বাধীনতাই ধন্য।
ডিসেম্বরের ষোল তারিখ উঠলো স্বাধীন সূর্য
রক্তে ভেজা তার গা থেকেই নামছে এসে রুদ্র।
হেমন্তের হাতছানি
সারামাঠে হলুদ শাড়ির আঁচল পড়ে আছে
শর্ষে ফুলের ঘ্রাণ নিয়ে দেশ মুখর হয়ে বাঁচে
মৌমাছিরাও আনন্দে খুব নেয় যে মধু চাকে
ফুল মাছিদের হেমন্ত ঐ হাতছানিতে ডাকে।
সোনালি ধান গন্ধ ছড়ায় কৃষক সুখে হাসে
খড়বিচালির গম্বুজে তাই সুখের ছবি ভাসে
নতুন চালের ম্যারা পিঠা নতুন চুলায় পুড়ে
মন ছুটে যায় সুদূর মাঠে আনন্দ বুক জুড়ে।
খেসারি ফুল প্রজাপতি নীলের আভা নিয়ে
মাঠ ভরে দেয় কচি কচি সবুজ পাতা দিয়ে
মিষ্টি রোদের বিকেল বেলা শান্তি দিল মনে
পাখি ধরে মিষ্টি সুরে কোরাস আমার সনে।
পালং শাকের সবুজ ক্ষেতে হেসে ওঠে চাষি
ঢেকি শাকের স্নিগ্ধ পাতা বলছে ভালোবাসি
লাউ ডগারা লকলকিয়ে বাড়ছে চালে চালে
মটরশুঁটি ডাক দিয়েছে আলতো ছুঁয়ে গালে।
হেমন্ত আজ বাংলাদেশে দিচ্ছে সুখের মেলা
শিশির জমা কলা পাতায় মুক্তা-দানার খেলা
নতুন ফসল নতুন পিঠা আসছে স্বজন বাড়ি
খেজুর রসের পায়েস হেসে সুবাস দিল ছাড়ি।
শীতবন্দনা
রাতের বেলায় টপটপাটপ
নামছে শিশির খুব একা
সকাল-রোদে ঘাসের ডগায়
মুক্তো-চমক যায় দেখা
কনকনে শীত নামার পরে
খেজুর রসের ঘ্রাণ আসে
মুড়ির সাথে গুড়ের পাড়ি
খেয়ে খেয়ে প্রাণ হাসে।
উঠোন জুড়ে সবাই বসে
পিঠা-পুলির ধুম লাগে
নতুন করে ভালোবাসায়
মনের মাঝে দোল জাগে।
শীতের ভোরে আবছা ছবি
কৃষক চলে ক্ষেত পানে
ঠাণ্ডা পানির বরফ স্বভাব
কাঁপন দিয়ে লেপ টানে।
ঠোঁট ফেটে যায় তাই হাসি না
কথায় কেমন টান লাগে
দাঁতের সাথে দাঁত লেগে যায়
খট খটিয়ে গান জাগে।
তবুও শীতের আশায় থাকি
নানুর বাড়ির পথ পেতে
শিশির নামা শীতের পরেও
চাই বেড়াতে সব যেতে।
পৌষের দিনে এই দেশ জুড়ে
শীতের দাপট যেই আসে
মাঘের কাঁপন হাতছানি দেয়
শিশির পতন হয় ঘাসে!