তুমি দিলে আমিও দেব কাড়ি কাড়ি লাইক,
আড়ালে-আবডালে থেকে মারিয়ে দেব মাইক।
তোমার আঁকিবুকি সবই থাকবে আমার পাতায়,
কথা হলো, আমিও যেন থাকি তোমার মাথায়।
মানের প্রশ্ন? পথের পাশে উল্টো খাড়া থাক,
দিনে দশবার দিনমজুরের সঙ্গে তামাক খাক।
এর ব্যাপারে বাজারে কি আছে কোনো নিক্তি?
আমি তুমি করছি এমন এরই বা কি ভিত্তি?
পিছে কথা যারা বলে এরা জেনো রোগী,
ছোঁয়াচে এই ব্যাধি কেমন–বোঝে ভুক্তভোগী।
তুমি নামলে হাঁটুজলে আমি হব দত্যি,
জলে হাঁটতে ডুবতে ভাসতে থাকবে না ভয় সত্যি।
হাঁটলে এদিক, তোমার দিকে ভোঁ-দৌড় দিতে রাজি,
তুমি ঝুঁকির যাত্রী হলে আমি হব মাঝি।
মাঠে এসব ছড়িও না, ঝরবে নিজের রক্ত,
জানবে লোকে, করবে ছিঃ ছিঃ আমাদের সব ভক্ত।
মন্তব্য