আসছে শরৎ
আসছে শরৎ
. মাথার ওপর আকাশটা আজ নীল
. জল টলমল সমস্ত খালবিল।
আসছে শরৎ
. উঠোনজুড়ে শিউলি আলো
. কাশের দোলা মন ভোলালো।
আসছে শরৎ
. বলবে কথা ঢাকের কাঠি
. আনন্দময় আকাশ মাটি।
আসছে শরৎ
. মনের মাঝে আগমনী
. নৃত্যদোদুল হৃদয়খানি।
শরৎ-শিউলি
আজ সকালে জানলা খুলে
দেখি আকাশ আলো
সোনা রোদের মিষ্টি চিঠি
হৃদয়ে চমকালো।
রাশি রাশি পেঁজা তুলো
পাখির মতো উড়ে
আকাশজুড়ে আঁকছে ছবি
সারাটাদিন ঘুরে।
শরৎ-শিউলি উঠোনজুড়ে
দিচ্ছে আল্পনা
কাশের ঢেউয়ে মনের দোলায়
হাজার কল্পনা।
শিউলি গন্ধে বাতাস মাতাল
বাজছে আগমনী
রোদ তো নয় কাঁচা সোনা
ছড়ায় দিনমণি।
শরৎ এলো
এলো শরৎ
কাশের ফুলে
এলো শরৎ
শিউলি ফুলে।
এলো শরৎ
সুনীল আকাশ
এলো শরৎ
খুশির বাতাস।
এলো শরৎ
কাশের দোলায়
এলো শরৎ
মনকে ভোলায়।
এলো শরৎ
ঢাকের বোলে
শরৎ এলে
হৃদয় দোলে।
মন্তব্য