শরতেরই আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা
প্রকৃতিটা খেলে যায় রে
কত রঙের খেলা!
নদীর পাশে দুলে ওঠে
ঘন কাশের বন
তারি সাথে নেচে বেড়ায়
প্রজাপতি মন।
জুড়িয়ে যায় প্রাণ খানি আজ
হাজার পাখির গানে
মাঠের পাশের শিউলি ফুলে
মাতাল করে ঘ্রাণে।
রিমঝিম ঝিম বৃষ্টি ভেজায়
গ্রাম ও শহরটাকে
স্নিগ্ধ ছায়া উঁকি যে দেয়
প্রখর রোদের ফাঁকে।
ঝরনা ধারা আনন্দেতে
বইছে ছন্দ সুখে
লাল সাদা নীল শাপলা শালুক
ভাসে বিলের বুকে।
রাতের বেলা জোনাক ছড়ায়
মিটিমিটি আলো
চাঁদ তারাদের লুকোচুরি
দেখতে লাগে ভালো!
মন্তব্য