লিখছি আধুনিক কবিতা
মাঝের কিছু ছত্র ছাড়াই
কোটি টাকার চুক্তিও হয়
গোপনে দরপত্র ছাড়াই।
মুক্ত হাতে সরলরেখা
হতে পারে বক্র যেমন
প্রযুক্তি ব্যবহার করে
আজ জালিয়াতচক্র যেমন।
বাংলাদেশে আছে না হয়
জঙ্গি হাসান জঙ্গি কাদের
অন্য দেশে রক্ত ঝরায়
এ জঙ্গিরা সঙ্গী কাদের?
পড়লে ধসে দালানকোঠা
প্রকৌশলী রঙ্গ করেন
হাসপাতালে সেবার নামে
নিয়ম কারা ভঙ্গ করেন?
সড়কে রোজ দুর্ঘটনা
যাচ্ছে বেড়ে মাত্রা ছাড়াই
লঞ্চে ট্রেনে আকাশপথেও
মৃত্যু আসে যাত্রা ছাড়াই।
নেই আইনের প্রয়োগ বুঝি
দেশ ভরে যায় সন্ত্রাসে আজ
দুর্নীতিবাজ চাঁদাবাজের
চাপে জনগণ ত্রাসে আজ।
‘সকল চ্যালেঞ্জ মোকাবিলায়
জনগণই শক্তি আমার’
বলেন প্রধানমন্ত্রী যখন
যায় বেড়ে যায় ভক্তি আমার।
লিখছি আধুনিক কবিতা
তত্ত্বকথায় সত্য অনেক
যে কবিতাই লিখতে বসি
বাদ পড়ে যায় তথ্য অনেক।
মন্তব্য