তিন, দুই, এক
হাঁটছে ছড়া দ্যাখ!
কাটছে ছড়া সুর
বইছে সমুদ্দুর|
গাইছে ছড়া গান
করছে অভিমান!
ধরছে ছড়া মাছ
চড়ছে আবার গাছ!
চলছে ছড়ার পাঠ
অনন্ত তল্লাট|
হাঁটছে ছড়া বেশ
বাগিয়ে বাংলাদেশ|
০২.
ছড়া হলো ছড়ি
কখনও বা দড়ি|
কখনও সে তিন কাঁটা
সময়ের ঘড়ি|
ছড়া উল্লাস
ছড়ুয়ার শ্বাস|
ছড়াদের ছড়াছড়ি
চলে বারোমাস|
০৩.
ছড়াকে করেছি সাথী
এক জীবনের
সঙ্গে থাকলে ছড়া
সেই আমার ঢের!
ছড়ার ছন্দে আঁকি
প্রকৃতির ছবি
ছড়ার জন্য আমি
আজ ছড়াকবি|
০৪.
ছড়া আমার পড়া
জোৎস্না মাখা সন্ধ্যাবেলা
মুগ্ধ বসুন্ধরা!
ছড়া আমার মা
ছনের কুটির, বটের ছায়া
সবুজ,শ্যামল গাঁ|
ছড়া আমার সই
অন্ত্যমিলে জড়িয়ে তাকে
ফোটাই প্রাণের খই|
ছড়া আমার দেশ
যুগান্তরের হাওয়ায় দোলা
আনন্দেরই রেশ |
ছড়া আমার বুলি
তাকে নিয়েই সকাল, দুপুর
ছন্দ গেঁথে তুলি|
ছড়া আমার মন
করেছি তার কাছে আমি
জীবন সমর্পণ!
মন্তব্য