লোকটা
খরচাপাতি করতে তিনি চান না,
হলে হলো—
সমস্যা নেই না হলেও রান্না।
চা দোকানে বসেই কাটান সন্ধ্যো,
ভরে না পেট—
তবুও খুশি পিয়াজু পুরির গন্ধে।
সবাই বলে লোকটা বড় কিপটে,
জানেতে ভয়—
ভয়ের চোটে ওঠেন না তো লিফটে।
আনন্দ পান ধন সম্পদ জমাতে,
হন না রাজি—
জমানো এই ধন সম্পদ কমাতে।
একঘরে আজ, কেউ তো নেই পাশে,
মাথায় কি ছিট?
কাণ্ড দেখে লোকজনেরা হাসে।
রাজকন্যা
রাজকন্যা রূপা
দীঘল চুলের রাজকন্যার
মাথায় বিশাল খোঁপা।
খোঁপায় গোজা ফুল
মুগ্ধ হয়ে কাব্য লিখে
কেউ করোনা ভুল।
সে ভুলের মাশুল কি?
তা জানো না? বলি শুনো
লক্ষ টাকা ফি!
ফি না দেয়ার ফল?
দুচোখ তোমার ঝরিয়ে যাবে
জল যে অবিরল!
বন্ধু করে নাও
ওইটা তোমার সূর্যমামা
এটা সবুজ ঘাস
দু পেয়ে ওই প্যাঁক প্যাঁকটার
নাম হলো রাজহাঁস।
লম্বা ঠোঁটে কামড় দিবে
আর যেয়ো না কাছে
প্যাঁক প্যাঁকটা এমনি ভালো
কিন্তু রাগও আছে।
ম্যাও আর ঘেউ বন্ধু দুজন
তোমায় ভালোবাসে
ঐ যে দেখো দাঁত দেখিয়ে
কেমন করে হাসে।
পুটুস হলো ছাগলছানা
হাম্বু গাভির ছাও
ওরা সবাই খুবই ভালো
বন্ধু করে নাও।