রক্তের রং লাল, আকাশের নীল
ঝিরঝিরে হাওয়া পেয়ে নদী ঝিলমিল
সাদা হয় কাশফুল, রাত খুব কালো
ভুল করে না-ই যদি বাতিটাকে জ্বালো
সবুজে সবুজে ঘাস মাঠ ফেলে ঢেকে
পেঁপে কলা হলুদ হয়, যদি যায় পেকে
কমলা গোলাপি আর খয়েরি বেগুনি
এইসব রং তার নিজ নামে চিনি
প্রজাপতি উড়ে যায় মেলে দিয়ে ডানা
তার কত রং আছে, যায় না তো জানা
আকাশের গায়ে দেখি রংধনু বাঁকা
আমরা তো জানি সেটা সাত রঙে আঁকা।
মন্তব্য