তুমি কবে আমার হবে
কপালে সেই খয়েরি টিপ পরা
বুকের বসন খুলেছে সেই কবে
তোমার সঙ্গে হাঁটার অপেক্ষায়।
বলো তুমি কবে আমার হবে?
জানি তুমি আসবে আমার কাছে,
হয়তো কোনো শ্রাবণ ধারাপাতে
হয়তো কোনো এক বিকেলের রোদে,
হয়তো কোনো জ্যোৎস্নাভেজা রাতে।
যেমন করে আসে ভ্রমর ফুলে
যেমন করে শিশির ভেজায় ঘাস
যেমন করে নামে বৃষ্টি মাঠে
যেমন বহে বাতাস বারোমাস
তেমনি করে আসবে তুমি ফিরে
চাঁদের মতো হাসে যেমন কেউ
আসবে তুমি ক্লান্ত পথিক হয়ে
যেমন আসে নদীর বুকে ঢেউ।
যত দূরে যাও, কাছে পাই তত
আমার মনের নদী ছুটে ছুটে যায়
কেবল তোমার টানে,
যেখানে মিশেছ তুমি প্রেমের সাগরে
ব্যকুল এই হৃদয় নাচে কোন গানে?
আজ তুমি কাছে নেই তবু মনে হয়,
আছ তুমি হৃদয়ে আমার
তোমাকে ভালোবেসেছি, কত ভালোবাসি
শিখি নাই সেই ভাষা, আজও বোঝাবার।
রাতের আকাশ জানে- কাকে খুঁজি আজও
কেন আমি কাঁদি মেঘবালিকার মতো
নির্ঘুম তারারা সাক্ষী- আমি কেন একা
যত তুমি দূরে যাও, কাছে পাই তত।
তোমার অপেক্ষায় থাকব
আজ মনে হয়, আমি বেদনার স্মৃতিভরা সন্ধ্যা নিয়ে
স্বপ্ন ও বাস্তবের তুমুল সংঘাতে আছি, তবু বেঁচে আছি।
কতবার হৃদয়েরে বলেছি: বাস্তব যতই মধুর হোক,
স্বপ্নের মতো ঘোর লাগা পরশ কোনোদিন পাবে না।
জেনেছি আমি, স্মৃতির সুখ-দুঃখ বলে কিছু নেই
স্মৃতি সবসময়ই তীরবেঁধা পাখিদের মতো কষ্টের।
তাই কষ্টকে লুকিয়ে রাখি হাসির আড়ালে।
চেয়েছি তোমার হাত ধরে চলে যেতে দূর বহুদূরে
তাই এসেছি তোমার কাছে, তুমি কেন পালালে অমন?
বলে তো দিয়েছি আমি, যদি তোমারও বেদনার দিন আসে,
যদি কেউ মুখ ফিরিয়ে নেয়,
যদি কেউ আর ভালো না বাসে তোমাকে,আমাকে ভীষণ মনে পড়ে,
তুমি ফিরে এসো, হাত ধরো আমার, আমি অপেক্ষায় থাকব।