আজকে আমার মন ভালো
আকাশ জুড়ে মেঘ কালো
হরিণচোখ কামিনী পাতা
ভেজা হাওয়ায় দোল খেলো
আজকে আমার মন ভালো।
নদীর তীরে সরালি জুটি
টুপ করে ঐ ডুব দিলো
অর্ধ নগ্ন কিশোর বালক
ঝপ করে ঐ ঝাঁপ দিলো
আজকে আমার মন ভালো।
উঠোন জুড়ে কাদা মাটি
লাল পেড়ে টিপ সবুজ শাড়ি
এলো চুলে ঠোঁট রাঙিয়ে
পা’ টিপে ঘর বার হলো
আজকে আমার মন ভালো।
ঝিরঝিরে ঐ ইলিশগুঁড়ি
অঝর ধারায় রূপ নিলো
পূব হাওয়ায় উড়িয়ে ক্ষণ
উদাস উদাস মন হলো
আজকে আমার মন ভালো।
টিনের চালে ঝমঝমে জল
কাঁথায় মুড়ে আমার এ মন
আজ এ ক্ষণে তোমার সনে
স্বপন পারে ঠাঁয় নিলো
আজকে আমার মন ভালো
মন ভালো…
বয়স্কদের দল
আমরা সব বয়স্কদের দল
অস্ত্র বানাই যুদ্ধ বাধাই
বিশ্বজুড়ে নিত্য কোলাহল
আমরা সব পঙ্গপালের দল!
আমরা সব বলশালীদের দল
টাকার জন্য করি লড়াই
করছি সবার মগজ ধোলাই
তবে মোদের বাহুতে নাই বল।
আমরা সবাই বয়স্কদের দল।
আমরা সব চেঙ্গিসখানের ভাই
গদির পরে রই
করছি দেশ মাদক বোঝাই
ধর্ম কর্ম ব্যবসারে ভাই
কেউ কাউরে মানছি না আর
নিজের কাজে নিজের বড়াই।
শোষণ শাসন যাই করি না
মানতে হবে তোদের তাই
শোনরে ওরে হাভাতেদের দল।
আমরা হলাম বিশ্বকর্মার দল
সোনামণির বই বানাই
যা খুশি ভাই তাই পুরে দেই
করি নাকো কেয়ার থোড়াই
শিশু তোরা কি আর বুঝিস বল?
আমরা সব বয়স্কদের দল।
আমরা সব বয়স্কদের দল।
তুলতুলি
আমার নাম তুলতুলি
সব কিছুতে ভুল করি
পড়তে বসে ছড়ার বই
পুতুল এঁকে রঙ করি।
আমার নাম তুলতুলি
এলোমেলো চুলগুলি
খেতে বসে মণ্ডামিঠাই
দাদুর পাতে জল ঢালি।
আমার নাম তুলতুলি
ছোট্ট বোন বুলবুলি
দুজন মিলে ভোর বেলাতে
ঝুড়ি ভরে ফুল তুলি।
আমার নাম তুলতুলি
পড়তে বসো বললে মা
অমনি গিয়ে ঘুম পাড়ি
আমার নাম তুলতুলি
ছোট্ট বোন বুলবুলি।