মেঘনার বুক জুড়ে ঢেউ আর ঢেউ
কত শত ব্যথা তার জানে তো কেউ
দুই কূল ঘিরে আছে সবুজের বন্যা
ওই দূর আকাশেতে আছে নীল কন্যা
মেঘনার দুই পারে সাহসীর বাস
মাঝে মাঝে কূল ভেঙে করে উপহাস
নীলাকাশ কেঁদে যায় মেঘনার বুকে
মেঘনায় চর জাগে সেই দুঃখে-দুঃখে
সূর্যটা দিয়ে যায় মেঘনাকে চুমু
আদরের আলো দিয়ে বলছে সে ঘুমু
তবুও যে মেঘনার থামে নাকো কান্না
দস্যুরা বুক চিরে কাড়ছে যে পান্না!
মেঘনারও কথা আছে আছে শত গল্প
ভেতরেতে জমা সব দেখা যায় অল্প!
মন্তব্য