গোঁফ টোপ
গোঁফেই আমি নাম করেছি
পাগ চাপিয়ে টাকে ভাই!
বাহার করা গোঁফ জোড়াটি
যাই দেখিয়ে যাকে পাই!
গোঁফের রাজা এই আমিটি
গোঁফ নাচিয়ে টাকা পাই!
গোঁফের নানা খেল দেখাতে
চীন, রাশিয়া, ঢাকা যাই!
রাগটি যাবে ভেসে
আদাব বাঘু করেই রাগু
হরিণ কেন খাবি?
মায়ের কাছে পায়েস আছে
চেলেই পাতে পাবি!
পাতের থেকে পায়েস ছেঁকে
খেলেই জানি হেসে!
রাগের গুঁড়ো যাবেই পুরো
অনেক দূরে ভেসে!
লড়াই বড়াই
বাঘের সাথে লড়াই করে
মানবো কিসের হার?
পথের মোড়ে হবেই ভোরে
মুখটা বাঘের ভার!
তোরাই দিবি সেলাম এসে,
বলছি কারণ ভাই!
পদক নেবো লড়াই শেষে ,
বাঘটা তুলোর তাই!
আঁকিয়ে
হালুম এঁকে সেদিন ঘরে
দেখায় পুনু আঁকা!
হালুম যদি ছাগল ধরে—
বলেন হেসে কাকা!
দাঁড়াও কাকু সহজ নাকি
অতই আমি কাঁচা?
এবার দ্যাখো কেমন আঁকি
বাঘুম ঘিরে খাঁচা!
তাড়া ভুল খাড়া চুল
মাথায় দিয়ে রঙিন টুপি
তিন বুড়ো ছাগ ঘাস কাটে!
ডানায় খাঁটি আতর ঢেলে
ডিগবাজি খায় হাঁস খাটে!
দোকান থেকে ঝাড়ন কিনে
বাঘ ঝাড়ে বেশ ঝুলগুলো!
এসব দেখে আমার দাদা
রোজ খাড়া হয় চুলগুলো!
গরুর বচন
ভোরে উঠে আগে বাপু
চাই জল লোটাতে!
বারো ঝুড়ি পেলে পুরি
পাই বল ছোটাতে!
গরু বটে, ঘুরি-ফিরি
ভাইজাগ, কোটাতে!
বোকা না তো, বেঁধে রাখি
তাই বাঘ খোটাতে!
বাঘ রাগ
ঘোরান হাতে জরির ছড়ি
মাথায় পরেন পাগ মশাই!
আপন মনে ঘোরেন বনে
সোঁদর বনের বাঘ মশাই!
নরম সুরে সোহাগজুড়ে
বলেন আসুন ছাগ মশাই!
দাঁতের চাপে সঠিক মাপে
এবার ঘাড়েই দাগ বসাই!!
চিলং শিলং
বাঘের মুখে লাগাম ধরে
চিলির নটা চিলং!
সিলেট থেকে চোতের ভোরে
সবাই ছোটে শিলং!
সেথায় গিয়ে শুনুন তারা
ঝাঁপায় পেলে ঝিলং!
সাঁতার কেটে মাতায় পাড়া
পাটায় বাঁটে তিলং!
ধমক চমক
সেদিন ভোরে ধমক মেরে
বললে পুষি বাঘকে!
আমায় যদি ডাকিস মাসি
ভুলবি আগে রাগকে!
পুষির কথা শুনেই বাঘু
নাচছে তাতা থেইরে!
কোথাও শেষে মনের কোনে
রাগটি দেখি নেইরে!
বাঘ-ছাগ
ব্যাপার যা-তা ঘুরছে মাথা
বাড়ছে মনের রাগ টানা!
কান যে গেল ভীষণ জ্বালা
ডাকছে হালুম বাঘ টানা!
তাইতো শেষে হাটের থেকে
বললে কিনেই ছাগদড়ি!
চলতো বাপু ফাঁসের জালে
হাটরা পোতার বাঘ ধরি!
বাঘলিং জাগলিং
ভোরে উঠে কাছে এসে
গালে দিয়ে চুমলিং!
ভালোবেসে বলে হেসে
মিঠা পাতা টুমলিং!
বাঘু মামা , বাঘু মামা
ভুলে যা-না রাগলিং!
রাগু ভুলে বাজা ধামা
দ্যাখা দুটো জাগলিং!
বাঘু মামা বাঘু মামা
বাঘু মামা বাঘু মামা
করো কেন বাহানা?
শোনো শোনো ডেকে বলে
ছোট খুকু সাহানা!
বাঘু মামা বাঘু মামা
শুধু শুধু রাগো যে!
রাগো যদি ছবি তুলে
ছেপে দেবো কাগজে!
বাঘ-দাগ
কালোপানা মুখে বসে
কাঁদো কেন বাঘ?
ভুলে গেলে কেন তুমি
চিরকেলে রাগ?
বাঘু মামা বলে কেঁদে
হয়ে গেছি টাগ!
ধুয়ে গেছে দেহ থেকে
ডোরা কাটা দাগ!