পঁচিশ মার্চ
‘পঁচিশ’ আসে প্রতি মাসে
সব ‘পঁচিশ’ই এক না,
ইতিহাসের এই দিনের
পাতা খুলে দ্যাখ্ না।
নিকষ আঁধার, লাশের পাহাড়
চলে গণহত্যা,
গর্জে ওঠে বাঙালিদের
তবু স্বাধীন সত্তা।
‘পঁচিশ’ মার্চ এই বুকে তাই
কষ্ট মাখা গর্ব,
গর্বিত এই চেতনা ভাই
বুকে লালন করব।
ওরা বর্বর
মার্চের কাল রাতে হানাদার পাকসেনা
অকাতরে গুলি করে মারে লাখ লাখ ‘সেনা’
রক্ত ও মাটি পানি মিশে হয় একাকার
উত্তাল সেই দিনে কে পায় দেখা কা’র?
মা’র বুকে ঘাস হয়
তাজা প্রাণ লাশ হয়
এক দুই তিন চার এভাবেই পরপর
বাংলার ইতিহাসে তাই ওরা বর্বর।
শোধ নেব
একাত্তরে আমার বাবা
বুকের রক্ত ঋণ দিছে,
তোদের জন্য আমার মা
সাদা শাড়ি পিন্দিছে।
কত্ত জীবন কেড়ে নিলি
যুদ্ধে তবু হারি নাই,
চাপা দিয়ে রাখছি ব্যথা
কইতে কথা পারি নাই।
আজকে ঋণের শোধ নেব হে
এখন বড় হইছি যে,
হাজার স্বজন হারার ব্যথা
বুকের মাঝে বইছি যে।
মন্তব্য