শরতের সাদা মেঘ যায় মন নাড়িয়ে নদী পাড়ে কাশফুল ডাকে হাত বাড়িয়ে। মাঝে মাঝে রোদ আর বৃষ্টির ছন্দ মাঝ রাতে ভেসে আসে শিউলির গন্ধ। মন যায় হারিয়ে অপরূপ শরতে ফুল পাখি মিশে রয় হৃদয়ের পরতে। মন্তব্য শাহিন আলম