বৃষ্টি মনকাড়া
মেঘ মেঘ খেলা এই
আকাশ কালো
আকাশের কোনখানে
রোদেরা লুকালো!
কোনখানে লুকালো
রোদের কুটুম
খোকনের চোখ থেকে
পালিয়েছে ঘুম।
ঘুমটাকে হারিয়ে
বসে বসে ভাবে
আলোকের খোঁজে সে
আকাশেই যাবে।
আকাশে গিয়ে মেঘ
দেবে সরিয়ে
বৃষ্টি তো নয়, আলো
দেবে ভরিয়ে।
ভাবতে না ভাবতেই
বৃষ্টি এলো
জানালার বাইরে সে
দেখতে পেলো।
ঝরঝর বৃষ্টিতে
ভিজছে পাড়া
বৃষ্টির এই রূপ
আহা মনকাড়া।
বৃষ্টি
ব্যালকনিতে দাঁড়িয়ে
হাত দু’খানা বাড়িয়ে
মাখছি জলের ছিটা
লাগছে দারুণ মিঠা!
জলের ছিটা মেখে
পাতাতে জল এঁকে-
শুনছি হাওয়ার বাঁশি,
বৃষ্টি ভালোবাসি।
সুখের পরশ
ভ্যাপসা গরম রোদ তাতানো
হাঁসফাঁসিয়ে উঠছে প্রাণও
বন্ধ হাওয়ার দ্বার,
উফ্
ভাল্লাগে না আর।
রাস্তা দিয়ে হাঁটতে গেলে
হঠাৎ করে বৃষ্টি এলে
ভিজে যেতে হয়,
আহ্
সুখের পরশ বয়।
ভিজতে ভিজতে পরীবাগে
আসতে গিয়ে আপন লাগে
রিকশা, ট্যাক্সি, বাস;
ওহ্
শহরজুড়ে বৃষ্টিরই উল্লাস।
মন্তব্য