বিবেক
উটকো কিছু মানুষ-বেশে
পৃথিবীতে নামলো এসে
দিচ্ছে হানা দেশে দেশে
. কিংবা সোনার জঙ্গলে;
ইচ্ছেমতো রক্ত কাড়ে
কাউকে মারে বারে বারে
মুচকি হেসে বলতে পারে—
. রাখছি বিবেক মঙ্গলে!
একটা বনে
এক শেয়ালের অত্যাচারে বনটা কেঁপে ওঠে;
পাশের বনে অস্ত্র-বোমা মারতে কেবল ছোটে!
. অত্যাচারের মাত্রা বাড়ে—
. তা দেখে বাঘ তালি মারে
মুচকি হাসি উঠছে ফুটে সিংহ-মোষের ঠোঁটে!
ঋণ
এক রুই মাছ খাদ্যাভাবে
ভাবতে থাকে কোথায় যাবে?
দেখতে পেয়ে এগিয়ে হেসে
ঋণ ঢেলে দেয় কুমির।
ঋণের পরে ঋণ বাড়াতে
পারলো না রুই আর দাঁড়াতে।
বললো কুমির: তুমি তো আর
নও মালিক এই ভূমির!
মন্তব্য