বাদল মেঘে মাদল বাজে
বাদল মেঘে মাদল বাজে ঝুমবৃষ্টির ধুম
বাইরে যেতে মানা আহা, চোখের কোণে ঘুম
মেঘবালিকা নূপুর পায়ে নাচছে রিনিঝিন
কল্পনাতে মন হারিয়ে সবাই উদাসীন।
বাদল মেঘে মাদল বাজে থাক পড়ে সব কাজ
বৃষ্টি ভিজে করবে খুকু মনমোহিনী সাজ
হৃদয় মাঝে পালকি ঝুলন দুলবে দোদুলদুল
খোঁপাজুড়ে পরবে বুবু জোড়া কদমফুল।
বাদল মেঘে মাদল বাজে মন ছুটে যায় দূর
স্মৃতিরঘরে বসে শুনি রাখাল বাঁশির সুর
বনময়ূরী ইচ্ছেরা যায় কঙ্কাবতীর দেশ
পাঁচমিশালি ভাবনা নিয়ে দিন কেটে যায় বেশ।
বাদল মেঘে মাদল বাজে জল ছলোছল মাঠ
ইচ্ছে করে আবার শিখি সে-ই শেকড়ের পাঠ
পিছু ডাকে কিশোরবেলা বউ টুবানীর হাট
বৃষ্টি মেখে চমকে তাকায় সোজন বেদের ঘাট।
বাদল মেঘে মাদল বাজে ডাহুকি গায় গান
কুনোব্যাঙের মন ভালো নেই ভীষণ অভিমান
শাপলাভরা জলপুকুরে মাছগুলো দেয় ডুব
শালিক দোয়েল মুরগিছানার কষ্ট বাড়ে খুব।
বাদল মেঘে মাদল বাজে ছন্দে ভরে মন
রুমকি রুনি দুষ্টমিতে নাচে সারাক্ষণ।
মাথায় ঢালে ঘোল
পানির ভেতর ছাগলছানা
সাঁতার কাটে ছড়িয়ে ডানা
চিতল বলে হাসতে মানা
বোয়াল বলে চুপ!
মুরগি শেয়াল বাজায় বাঁশি
চিংড়ি হাসে মিষ্টি হাসি
কলসি কাঁখে বেড়াল মাসি
পড়ল ধপাসধুপ।
তাই না দেখে নেংটি ইঁদুর
মাথায় মাখে আলতা সিঁদুর
সিংহ বাজায় ভৈরবী সুর
পিঁপড়া বাজায় ঢোল
ছাগল হঠাৎ লাফিয়ে ওঠে
চিতল বোয়াল জোরসে ছোটে
খলশে মাগুর খুশির চোটে
মাথায় ঢালে ঘোল।
মন মাঝি
মনমাঝি তুই পাতবি কোথায়
সাধের আসনখানি
খুব বেড়েছে ঠকচাচাদের
নষ্ট কানাকানি…
চারিদিকে ময়লা ধুলো
বুকে বিষাদ ক্ষত
মানবতার অকালমরণ
হচ্ছে অবিরত
নিষ্ঠুরতার আগুন সবাই
জ্বালি নিজের হাতে
বোধের বাগান যাচ্ছে পুড়ে
দ্বন্দ্ব ও সংঘাতে
মানুষ হয়েও পরাজিত
হচ্ছি লোভের কাছে
এর চে’ বেশি লজ্জাদায়ক
আর কিছু কি আছে!
মানবপ্রীতির নামতাগুলোও
যাচ্ছি সবাই ভুলে
মনমাঝিরে নাই কিছু আর
নীতির অনুকূলে!