বর্ষা আসে তিস্তা পারে
তিস্তা পারে বর্ষা এলো
চরগুলো সব ভাসে
চরবসতি মানুষগুলো
চোখের জলে ভাসে!
ভাসিয়ে নে যায় বাড়ি ও ঘর
ভাসায় গোরু মোষ
গাছ-গাছালি মানুষ ভাসে
এমনি যে তার রোষ!
বর্ষা আসে সুখ পুড়ে যায়
দুই চোখ জলে ভরে
খোলা আকাশ, সব ভিজে যায়
ওদের ভেলার ঘরে!
বর্ষাস্মৃতি
মাঠ ভরা জল করে ছল ছল
কল কল রবে ছোটে
বর্ষার দিনে ছবি ভাসে মনে
শৈশব জেগে ওঠে!
মনে হয় যেন এই তো সেদিন
আমরা ক জন মিলে
মা’কে ফাঁকি দিয়ে গেছিলাম সেথা
সুজন ও আমি বিলে!
মাছ ধরবার ছিল হুটোপুটি
আনন্দ উচ্ছ্বাস
তোরা তো এ মজা পাসনি কখনো
তোরা কি এ স্বাদ পাস?
বর্ষা এলেই কাগুজে নৌকো
ভাসতো উঠোন-জলে
সেই দিনগুলো হারিয়ে গিয়েছে
এই বর্ষার জলে!
বর্ষা এলো বৃষ্টি পড়ে
মেঘের পরে মেঘ সাজিয়ে
বর্ষা এলো আজ
বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে
সঙ্গে পড়ে বাজ!
বৃষ্টি পড়ে গাছের পাতায়
বকুল গন্ধে ভরে
নূপুর পায়ে বর্ষা আসে
এই বাংলার ঘরে!
টাপুর টুপুর কী মধু সুর
মন করে আনচান
হঠাৎ কখন প্রলয় নাচে
বৃষ্টি নামায় বান!
দুঃখ সুখের ভাসিয়ে ভেলা
বর্ষা আসে ওই
বর্ষা দিনের বৃষ্টিভেজা
মা’ র বকুনি কই?