প্রেমিক হৃদয়
লক্ষ কোটি তারার মেলা বসলো আকাশ জেঁকে
তারই নিচে নদীরা সব বইছে এঁকেবেঁকে
তারার পাশে বাঁকা চাঁদটা দুষ্টু হাসি হেসে
বলছে ডেকে ভাবছো কারে গভীর ভালোবেসে।
নদীর পাড়ের বাড়িগুলোয় সন্ধ্যাপ্রদীপ জ্বলে
শুধায়, আমায় কেমনে তাহার এত প্রিয় হলে?
বোটের তলায় ছলাৎছলাৎ পানি কুটিকুটি
সুযোগ পেলেই তাহার সাথে কিসের লুটোপুটি।
আবছা আলোয় গাছেরা সব ঠায় দাঁড়িয়ে রয়
শুধায় আমায়, এত মনের মিল কেমনে হয়?
কাশফুলেরা বিষণ্ণতায় করছে কেমন ভর
বুঝতে চায় না কুয়াশা যে করেছে আদর।
সর্বনাশা করাল গ্রাসে ভাঙলো নদীর তীর
ভালোবেসে হচ্ছে বিলীন কত শত নীড়
ক’জনেই বা বুঝবে বলো ভালোবাসার টান
ভালোবেসে বিলিয়ে দেয় নিজের মনপ্রাণ।
ইলিশের পথ চেয়ে চেয়ে বিনিদ্র সব জাল
ফুলকায় জড়িয়ে প্রাণ হয় সে টালমাটাল
ইলিশ দেখে জেলের মনে খুশির বন্যা বয়
পোড়া মরিচ-গরম ভাতে জিহ্বা জলময়।
মায়ার ডিঙায় সলতে পোড়া নিয়ন আলোর দল
জেলে দলের সাথে প্রেমের গল্পে করে ছল
প্রেমের শত শত রূপে খেলে কয় জনে তা দেখে
প্রেমিক মনে উঠেরে ঝড় ব্যস্ততাও রেখে।
নীরবতা
বাক্যহারা রই তাকিয়ে নেই কো কথা মুখে
তোমায় দেখেই ভাসি আমি অজানা এক সুখে।
নীরবতার এত ভাষা জানিনিই তো আগে
নীরব থাকতে এখন আমার অনেক ভালো লাগে।
নীরবতায় প্রাণ জাগে তাই ফোটে মুখে হাসি
নীরবতায় জুড়ায় হৃদয় যদিও না আসি।
নীরবতা কাছে টানে ভুলি অবহেলা
নীরবতায় তুমি আমি ভাসাই সুখের ভেলা।
তোমায় দেখার অসুখ
তোমায় দেখার অসুখে আজ ভুগছি সারাক্ষণ
একটু চোখের আড়াল হলেই কাদে আমার মন
প্রতিক্ষণেই বন্ধু তোমায় কাছে আমি চাই
হৃদয়জুড়ে আছ তুমি, আছ ভাবনায়।
তুমি বিনা একা লাগে, অসহ্য শূন্যতা
তুমি পাশে থাকলে বন্ধু জীবনে পূর্ণতা
স্বার্থপর বলবে লোকে কি বা যায় আসে
এই অপবাদ অলংকারই সইবো ভালোবেসে।
চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়
এই আশঙ্কায় সদাই আমার কাঁপে যে হৃদয়
চোখের আড়াল হতে আমি তোমাকে তাই দেই না
এ জন্যে যাই বলুক লোকে ইচ্ছে হয় যা তা!
তুমি পাশে থাকলে আমার আর কিছু না চাই
তোমার মনের মণিকোঠায় নেবো আমি ঠাই
তোমার মাঝে স্বপ্ন আমার শূন্যতে মেলায়
ভালোবাসার বর্ষা নামে তোমায় যখন পাই।
ভালবাসার সাগর তুমি-তোমায় ভালোবাসি
সিক্ত কলো ভালোবেসে ঢেউয়ের সাথে আসি
বিশাল জলরাশির মাঝে বিন্দু জল আমি
কত তোমায় ভালোবাসি, জানে অন্তর্যামী।