ন্যাড়া কবি
সংকলনের কবি তুমি
সংকলনের কবি
শেয়ালমুখো মুখটা তোমার,
বাঁদরমুখো ছবি!
কোনটা বেশি বলো
কাক বেশি না, কবি বেশি?
কোনটা কালো-ধলো?
মঞ্চবাদী কবি তুমি,
মঞ্চবাদী ন্যাড়া
আসলে তো আস্ত তুমি
নাদুস-নুদুস ভেড়া।
পাগল কবি-ছাগল কবি
ছাগল নাকি অনেক প্রকার, অনেক রকম আছে
এর ভেতরে কালোধলো লাফিয়ে লাফিয়ে নাচে।
কাকেরও তো অনেক প্রকার, শেয়ালেরও তাই
এত রকম কাক-ছাগলে কবির কোথায় ঠাঁই!
কবিও নাকি অনেক জাতের, দেশি ও পরদেশি
কবিশ্রেষ্ঠ, প্রেমের কবি, কবি ছদ্মবেশী!
আমলা কবি, গ্রামের কবি, নগর বাউল কবি
দশকবাদী, মিনিট বাদী ফেসবুকিয়া ছবি!
কেউবা ছন্দজানা কবি, কেউ ছন্দবিদ্বেষী
কেউবা নিয়মকানা কবি কেউ চরম ভিনদেশি!
কেউবা নাকি নিজের লেখা নিজেও বোঝেন না
কেউ বা আবার নিজের মনও নিজেই খোঁজেন না।
দেশটা নাকি হাজার রকম কবিতে আজ পূর্ণ
এমন দেশে কেমনে হয় কবির দর্পচূর্ণ!
মন্তব্য