নামচা
ছোট ছেলে নামচা
বাড়ি তার মাচানে
মুখে কিছু রুচি নেই
ঝোঁক তার চা পানে।
কত নাম আছে তবু
নামচা-ই হলো কেন?
ফিক্ ফিক্ হেসে নিয়ে
ছেলে বলে, তবে শোনো:
চোখ খুলে চায়ে মুখ
চা থাকে দুপুরেও
থাকতো চা সন্ধ্যেতে
সেই চা রাতেতেও।
দিনে রাতে চা খেয়ে
নাম হয়ে গেলো চা
চা নাম ডেকে ডেকে
সেই থেকে নামচা।
ফুলে ফুলে
ফুল ফুটেছে, ফুল ফুটেছে
গাছে গাছে
রঙবেরঙের নানান ফুলে
মনটা নাচে।
ফুল তোলো না, ফুল তোলো না
গাছের লাগে
গাছের গায়ে ফুলের আলোয়
সুখ যে জাগে।
ফুল তো নয়, গাছের ওরা
ছেলেমেয়ে
তুমি যেমন তোমার মায়ের
ছোট্ট মেয়ে।
ফুলকে মানায় গাছের গায়েই
ফুলে ফুলে
তুমি যেমন সারাটা দিন
মায়ের কোলে।
আমার ছড়া
আমার ছড়া টক, ঝাল আর
একটু একটু মিষ্টি
শীতের দিনে সুযোগ পেলেই
আমবাগানে ফিস্টি।
আমার ছড়া খুব ঠাণ্ডা
বাধ্য ছেলের মতো
অঙ্ক আর ভূগোল পড়ায়
কুঁড়েমি তার যত।
আমার ছড়া বায়না করে
ফুচকা চানাচুর
সুযোগ পেলেই বাসে চেপে
হাওড়া, ধরমপুর।