স্বপ্ন
স্বপ্ন হলো উড়াল পাখি
স্বপ্ন চুলার ছাই
মিছে স্বপ্ন গায়ে মাখি
চাওয়ার কিছু নাই।
রাত-বিরাতে স্বপ্ন ঘোরে
বাড়াই যখন হাত
স্বপ্ন দোষের কষ্ট ঝরে
ফুরিয়ে যায় রাত।
স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি
নিজের ইচ্ছেমতো
স্বপ্ন জুড়ে সবই ফাঁকি
দুঃখরা দেয় ক্ষত।
তোমার জন্য
রাখব ঢেকে তোমার মুখের
চাঁদ মাখানো হাসি,
আমি রাখব ধরে তোমার রূপের
জোছনা রাশি-রাশি।
ভরব আমার উদাস আকাশ
তোমার কথার সুরে,
করব আপন আমায় ছেড়ে
চলে গেলে দূরে।
দেখবে তোমায় নয়ন মাঝে
চিরচেনা রূপে,
ছুঁইব তোমার অধরখানি
স্বপ্নে চুপে-চুপে।
মন্তব্য