নতুন চাদর
একটা নতুন চাদর কিনে
গায় জড়িয়ে থাকি
চাদরজুড়ে এখন শুধু
শীতের মাখামাখি।
শীতের কোলে ছড়িয়ে থাকা
কুয়াশা হিম মাখা,
তার ভেতরে যত্ন করে
মুখটা মায়ের আঁকা।
মুখটা মায়ের দেখেই ঠোঁটে
হাসি ফুটে ওঠে
মনটা তখন শহর ছেড়ে
গাঁয়ের পথে ছোটে।
মায়ের হাতের বোনা কাঁথায়
লেগে থাকা আদর,
দিতে কি আর পারে বলো
অন্য কোনো চাদর?
এমন কথা ভাবতে গিয়েই
মন হয়ে যায় ভারী,
আমায় ছেড়ে মা দিয়েছে
অন্য গ্রহে পাড়ি।
উড়ছি উড়ছি
উড়ছি উড়ছি
ঘুড়ি হয়ে উড়ছি
ঘর থেকে পালিয়ে
রোদে একা পুড়ছি,
রোদটাকে পকেটে
চুপিচুপি পুরছি।
ভাসছি ভাসছি
সাদা মেঘে ভাসছি
ফুলে ফুলে প্রাণ খুলে
একা একা হাসছি
বাতাসের গন্ধটা
খুব ভালোবাসছি।
ধরছি ধরছি
প্রজাপতি ধরছি
ইচ্ছের সাথে রোজ
একা খেলা করছি
ইচ্ছের মতো করে
পৃথিবীটা গড়ছি।
মন্তব্য